সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে নতুন জুটি আসতেই থাকে, কিন্তু এবারেরটা যেন একেবারে জমে ওঠার মতো! প্রজন্মের নতুন মুখ ইরফান খানের ছেলে বাবিল খান এবং অভিনেত্রী আলেয়া এফ–এর ফ্রেশ জুটি এবার একসঙ্গে পর্দা কাঁপাতে প্রস্তুত। তবে ভুল করে বসবেন না—এটা কোনও প্রেমের গল্প নয়! বরং একেবারে হাড় হিম করা ক্রাইম থ্রিলার, তাও আবার বাস্তব ঘটনার উপর ভিত্তি করে।
বিশ্বস্ত সূত্রের খবর, ছবির নাম এখনও ঠিক না হলেও পরিচালকের নাম ঠিক হয়ে গেছে—বোধায়ন রায়চৌধুরী, যিনি এর আগে ‘সেক্টর ৩৬’–এর স্ক্রিপ্ট লিখে নজর কেড়েছিলেন এবং পরিচালনা করেছিলেন ‘তালাখো মে এক’। ছবিটি একটি সত্য ঘটনার আধারে তৈরি ক্রাইম থ্রিলার—যেখানে থাকবে চমকপ্রদ মোড়, বাস্তবের অন্ধকার, আর তাতেই জড়িয়ে পড়বেন বাবিল ও আলেয়া।
শেষবার বাবিলকে দেখা গিয়েছিল ‘লগআউট’ ছবিতে, যা মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম জি৫–এ। সেই ছবিতে তাঁর পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়। তবে সম্প্রতি শোনা গেছে, পরিচালক সাই রাজেশ–এর সঙ্গে একটি ছবিতে কাজ ছেড়ে বেরিয়ে এসেছেন বাবিল। যদিও দু’জনেই জানিয়েছেন, “সব ঠিক আছে”—এটি শুধুই কিছুদিনের বিশ্রামের সিদ্ধান্ত।
অন্যদিকে, আলেয়া এফকে শেষবার দেখা গিয়েছিল ‘শ্রীকান্ত’ ছবিতে, যেখানে তিনি অভিনয় করেন রাজকুমার রাও–এর বিপরীতে। ছবিটি ছিল বাস্তব চরিত্র শ্রীকান্ত বোল্লা–র জীবন অবলম্বনে নির্মিত। নির্মাতাদের মতে, বাবিল খান ও আলয়া এফ–এর এই ফ্রেশ জুটিকে রূপোলি পর্দায় একসঙ্গে দেখা মানেই সিনেমাপ্রেমীদের জন্য এক ভিজ্যুয়াল ট্রিট! বাস্তব ঘটনা ঘিরে তৈরি এই টানটান থ্রিলারে তাঁদের রসায়ন কেমন জমে, তা দেখার অপেক্ষায় এখন গোটা বলিউড।
