অভিনেত্রী অভীকা গোর এবং মিলিন্দ চন্দওয়ানি সম্প্রতি রিয়্যালিটি শো ‘পতি পত্নী অউর পাঙ্গা’-তে বিয়ে করেছেন। তাঁদের বিয়ের পর্বটি এখনও সম্প্রচারিত হয়নি। তবে ইতিমধ্যেই শোয়ের সেট থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় দেখা যায়, অভীকা হঠাৎ কেঁদে ফেলছেন কারণ তাঁর মঙ্গলসূত্র হারিয়ে গিয়েছে।

শোয়ের সঞ্চালিকা সোনালি বেন্দ্রে অভীকাকে সান্ত্বনা দেন। তাঁকে কান্না থামানোর অনুরোধ করেন। পরে সেটে উপস্থিত অন্যরা মজার ছলে ক্রুষ্ণা অভিষেকের দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করেন,  স্বভাবসিদ্ধ রসিকতায় তিনিই কি মঙ্গলসূত্রটি লুকিয়েছেন?

এরপর কমেডিয়ান মুনাওয়ার ফারুকি দম্পতিকে বলেন, “তোমরা নিজেরাই খুঁজে বার করো মঙ্গলসূত্র, কেউ এখানে প্র্যাঙ্ক করছে না।” ভিডিওতে দেখা যায়, অভীকাকে শান্ত করার চেষ্টা করছেন মিলিন্দ এবং তাঁকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Viral Bhayani (@viralbhayani)