অভিনেত্রী অভীকা গোর এবং মিলিন্দ চন্দওয়ানি সম্প্রতি রিয়্যালিটি শো ‘পতি পত্নী অউর পাঙ্গা’-তে বিয়ে করেছেন। তাঁদের বিয়ের পর্বটি এখনও সম্প্রচারিত হয়নি। তবে ইতিমধ্যেই শোয়ের সেট থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় দেখা যায়, অভীকা হঠাৎ কেঁদে ফেলছেন কারণ তাঁর মঙ্গলসূত্র হারিয়ে গিয়েছে।
শোয়ের সঞ্চালিকা সোনালি বেন্দ্রে অভীকাকে সান্ত্বনা দেন। তাঁকে কান্না থামানোর অনুরোধ করেন। পরে সেটে উপস্থিত অন্যরা মজার ছলে ক্রুষ্ণা অভিষেকের দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করেন, স্বভাবসিদ্ধ রসিকতায় তিনিই কি মঙ্গলসূত্রটি লুকিয়েছেন?
এরপর কমেডিয়ান মুনাওয়ার ফারুকি দম্পতিকে বলেন, “তোমরা নিজেরাই খুঁজে বার করো মঙ্গলসূত্র, কেউ এখানে প্র্যাঙ্ক করছে না।” ভিডিওতে দেখা যায়, অভীকাকে শান্ত করার চেষ্টা করছেন মিলিন্দ এবং তাঁকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Viral Bhayani (@viralbhayani)
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানা মন্তব্য করেন। একজন ব্যঙ্গ করে লেখেন, ‘আর করুন কমেডি শো-তে বিয়ে, এখন তো বিয়েটাকেই মজা বানিয়ে ফেলেছেন।’ অন্যজন লেখেন, ‘অভিনয়টা বেশ ভালই করছেন আপনারা দু’জন।’ তাঁদের মঙ্গলসূত্র হারিয়ে যাওয়ার বিষয়টি ভালভাবে নেনি নেটিজেনদের একাংশ। কটাক্ষ ধেয়ে আসে তারকা-দম্পতির দিকে।
অভীকা এবং মিলিন্দের বিয়ে হয় ৩০ সেপ্টেম্বর। শোয়ের সেটেই চার হাত এক হয় তাঁদের।
বিয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভীকা বলেন, “বাবা যখন আমাকে মণ্ডপে নিয়ে যাচ্ছিলেন, তখন মিলিন্দের চোখে জল এসে গিয়েছিল। মুহূর্তটা আমাদের দু’জনের জন্যই খুব আবেগঘন ছিল। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবতী মনে করি, কারণ আমি সেই মানুষটিকেই বিয়ে করেছি, যাকে আমি সারাজীবন ভালবেসেছি। আমি শুধু এই কামনা করি, আমাদের জীবনে ভালবাসা এবং সুখ বজায় থাকুক। এবং আমরা বছর বছর আবারও একে অপরের প্রেমে পড়তে থাকি।”
জাতীয় টেলিভিশনে বিয়ে করার সিদ্ধান্ত সম্পর্কে অভীকা বলেছিলেন, “২০০৮ সাল থেকে আমি জনসমক্ষে আছি এবং মানুষের কাছ থেকে অসাধারণ ভালবাসা পেয়েছি। তাই চেয়েছিলাম, আমার দর্শকরাও যেন এই বিশেষ মুহূর্তের অংশ হন। ছোটবেলা থেকেই আমি বলতাম— হয় একেবারে চুপিচুপি কোর্ট ম্যারেজ করব, নয়তো এমন বিয়ে করব, যা সবাই দেখবে আর উদযাপন করবে। এখন মনে হচ্ছে, সেই শৈশবের স্বপ্ন পূরণ হতে চলেছে।”
২০২০ সাল থেকে সম্পর্কে অভীকা এবং মিলিন্দ। অবশেষে এবার নতুন সংসার পাতার পালা। তাঁদের বিয়ের অনুষ্ঠান চাক্ষুষ করতে মুখিয়ে দর্শকও।