টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
পর্দার বালিকা বধূর ‘বধূ’ হওয়ার পালা
পর্দার বালিকা বধূর এবার বাস্তবে ‘বধূ’ হওয়ার পালা। অভিনেত্রী অভীকা গোর শিগগিরই জীবনের নতুন অধ্যায়ে পা দিতে চলেছেন। ৩০ সেপ্টেম্বর নবরাত্রির শুভ দিনে বিয়ে করছেন মিলিন্দ চন্দওয়ানিকে। তাঁদের বিয়ের অনুষ্ঠান দেখা যাবে রিয়্যালিটি শো ‘পতি পত্নী অউর পাঙ্গা’-তে।
অভীকা সংবাদমাধ্যমকে জানান, এখনও নতুন জীবনে পা রাখার সিদ্ধান্ত তাঁর কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। তিনি বলেন, “প্রতিদিন নিজেকে মনে করাই, এটা সত্যি। আমি খুবই ভাগ্যবান যে এমন একজন সঙ্গী পেয়েছি, যিনি আমাকে বোঝেন, সমর্থন করেন এবং সব সময় এগিয়ে যেতে উৎসাহ দেন।” অভিনেত্রী আরও জানান, দুই পরিবারই সমান আনন্দে মেতে উঠেছে।
জাতীয় টেলিভিশনে বিয়ে করার সিদ্ধান্ত সম্পর্কে অভীকা বলেন, “২০০৮ সাল থেকে আমি জনসমক্ষে আছি এবং মানুষের কাছ থেকে অসাধারণ ভালবাসা পেয়েছি। তাই চেয়েছিলাম, আমার দর্শকরাও যেন এই বিশেষ মুহূর্তের অংশ হন। ছোটবেলা থেকেই আমি বলতাম— হয় একেবারে চুপিচুপি কোর্ট ম্যারেজ করব, নয়তো এমন বিয়ে করব, যা সবাই দেখবে আর উদযাপন করবে। এখন মনে হচ্ছে, সেই শৈশবের স্বপ্ন পূরণ হতে চলেছে।”
জুবিনের ডেথ সার্টিফিকেটের তথ্য
গায়ক জুবিন গর্গের ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে ‘ডুবে যাওয়া’র কারণে তাঁর মৃত্যু হয়েছে।। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে এ বিষয়ে আরও তদন্ত করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, ডেথ সার্টিফিকেট এবং ময়নাতদন্তের রিপোর্ট এক জিনিস নয়। ময়নাতদন্তের রিপোর্ট সরকার যত দ্রুত সম্ভব সংগ্রহের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, “এটি ময়নাতদন্তের রিপোর্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট আলাদা আর ডেথ সার্টিফিকেট আলাদা। আমরা নথিগুলি সিআইডি-তে পাঠাব। অসম সরকারের মুখ্য সচিব সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করছেন যাতে দ্রুত ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যায়।”
প্রয়াত সঙ্গীত শিল্পী চরণজিৎ আহুজা
ফের সঙ্গীতজগতে নক্ষত্রপতন। প্রখ্যাত পাঞ্জাবি সঙ্গীত শিল্পী চরণজিৎ আহুজা প্রয়াত। রবিবার সন্ধ্যায় (২২ মোহালির নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৪ বছর। এবং কয়েক বছর ধরে গলার ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। তিনি চণ্ডীগড়ে চিকিৎসাধীন ছিলেন। চরণজিৎ আহুজার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েছেন সঙ্গীতানুরাগীরা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ শোক প্রকাশ করেছেন।
ভগবন্ত মান তাঁর এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, “চরণজিৎ আহুজার চলে যাওয়া পাঞ্জাবি সঙ্গীত জগতের জন্য একটি বড় ধাক্কা। তাঁর সুরগুলো চিরকাল পাঞ্জাবিদের হৃদয়ে প্রতিধ্বনিত হবে। আমি গভীরভাবে শোকাহত, এবং তাঁর পরিবার, বিশেষ করে সচিন আহুজা এবং তাঁর অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
চরণজিৎ আহুজার শেষকৃত্য ২২ সেপ্টেম্বর মোহালির বালংগি ক্রিমেটরিয়ামে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যু মেনে নিতে পারছেন না স্ত্রী সঙ্গীতা আহুজা এবং তাঁদের তিন ছেলে। তাঁরাও সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। তাঁর পুত্র সচিন আহুজা একজন প্রখ্যাত পাঞ্জাবি সঙ্গীত প্রযোজক।
