নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার পরিচিত মুখ অস্মিতা চক্রবর্তী। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে। গল্পে 'প্রিয়া' চরিত্রে বেশ ভালই প্রশংসা পেয়েছেন অভিনেত্রী।

 

 

 

 

এর আগে ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে 'কলি' চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিলেন। তবে এবার তিনি পর্দায় ফিরছেন 'বৃষ্টি' হয়ে। জি বাংলার নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’য় এক নতুন চরিত্রে দেখা যাবে অস্মিতাকে। 

 

 

 

 

এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রুবেল দাস এবং মোহনা মাইতি। এই ধারাবাহিকেই 'বৃষ্টি'র চরিত্রে অভিনয় করবেন অস্মিতা। জানা যাচ্ছে, ক্যামিও চরিত্রে এই মেগায় থাকছেন তিনি। হিরো শাক্যজিতের প্রাক্তন প্রেমিকার চরিত্রে এবার দেখা যেতে চলেছে অস্মিতাকে। গল্পের মোড়ে বৃষ্টি কোন ঝড় তুলবে শাক্যজিৎ ও আরশির জীবনে? তা এখনও জানা যায়নি। 

 

 

 

 

এদিকে, শাক্যজিতের সঙ্গে ঘটনাক্রমে বিয়ে হয়ে যায় আরশির। পরিস্থিতির চাপে পড়ে বিয়েতে দু'জন রাজি হলেও বিয়ের সব নিয়ম মিথ্যে হবে বলে একে অপরকে প্রতিশ্রুতি দেয় তারা। সেই মতো সিঁদুরের জায়গায় আবির রাখা হয়। কিন্তু সেটা চোখ এড়ায় না শাক্যর বাবা ও ঠাম্মির। বিয়ে শুরুর আগেই আবির বদলে সেই জায়গায় ঠাকুরের পায়ে ছোঁয়ানো সিঁদুর রেখে দেন তাঁরা। অজান্তেই বিয়ে হয়ে যাবে শাক্য-আরশির। এবার কোন দিকে মোড় নেবে তাদের সম্পর্ক?