শাহরুখ খানের ছেলে হিসেবে বরাবরই আলোর কেন্দ্রে থেকেছেন আরিয়ান খান। কিন্তু এবার তিনি  প্রমাণ করতে চলেছেন— তিনি শুধুই ‘স্টারকিড’ নন, বরং নিজস্ব কণ্ঠস্বর, নিজের পরিচিতির নয়া গল্পকার। নেটফ্লিক্স ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রকাশ করল আরিয়ানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য বা***ডস অফ বলিউড’-এর বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক টিজার। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন শাহরুখ-পুত্র।

 

 

টিজারের শুরুতেই শোনা যায় এক ভয়েসওভার, যা মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায় দর্শককে শাহরুখ খানের কালজয়ী ছবি ‘মহাব্বঁতে’-এর আবহে। রোম্যান্টিক নস্টালজিয়ায় ভাসতে ভাসতে হঠাৎই আসে এক ঝাঁজালো সংলাপ— ভেঙে যায় সেই চেনা, অতি পরিচিত বলিউডি ছক। কণ্ঠে খানিকটা শাহরুখের আভাস থাকলেও পরিবেশনা আর ভঙ্গিতে একেবারেই আলাদা— একেবারে আরিয়ানের নিজস্ব স্বর।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Netflix India (@netflix_in)