শাহরুখ খানের ছেলে হিসেবে বরাবরই আলোর কেন্দ্রে থেকেছেন আরিয়ান খান। কিন্তু এবার তিনি প্রমাণ করতে চলেছেন— তিনি শুধুই ‘স্টারকিড’ নন, বরং নিজস্ব কণ্ঠস্বর, নিজের পরিচিতির নয়া গল্পকার। নেটফ্লিক্স ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রকাশ করল আরিয়ানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য বা***ডস অফ বলিউড’-এর বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক টিজার। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন শাহরুখ-পুত্র।
টিজারের শুরুতেই শোনা যায় এক ভয়েসওভার, যা মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায় দর্শককে শাহরুখ খানের কালজয়ী ছবি ‘মহাব্বঁতে’-এর আবহে। রোম্যান্টিক নস্টালজিয়ায় ভাসতে ভাসতে হঠাৎই আসে এক ঝাঁজালো সংলাপ— ভেঙে যায় সেই চেনা, অতি পরিচিত বলিউডি ছক। কণ্ঠে খানিকটা শাহরুখের আভাস থাকলেও পরিবেশনা আর ভঙ্গিতে একেবারেই আলাদা— একেবারে আরিয়ানের নিজস্ব স্বর।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Netflix India (@netflix_in)
টিজারে আরিয়ানের উচ্চারিত প্রথম সংলাপেই ধরা দিল সিরিজের মেজাজ—“বলিউড— যাকে তোমরা বছরের পর বছর ভালোবেসে এসেছ, আবার আঘাতও করেছো। আমিও তাই করব— অনেক ভালবাসা… আর একটু আঘাত।”
এই এক সংলাপের স্পষ্ট, সিরিজ একদিকে বলিউডের চিরচেনা জাদুকে স্যালুট করবে, আবার অন্যদিকে তার ক্লিশে আর অন্ধকার দিকগুলোকে বিদ্রুপের নিশানায় রাখবে।প্রযোজনা সংস্থার দাবি— সিরিজ হবে “মজাদার, ফিল্মি আর একটু কটাক্ষের মিশেল”। অর্থাৎ একই সঙ্গে প্ররোচনামূলক আবার মাটির কাছাকাছি, স্টাইলিশ আবার খানিকটা বিশৃঙ্খল। এককথায়, নতুন প্রজন্মের চোখে দেখা বলিউডের অন্যরকম রূপ।
সিরিজের কাস্টিং নিয়েও উত্তেজনা তুঙ্গে। থাকছেন—ববি দেওল, লক্ষ্ম্য, সাহের বাম্বা, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি আর গৌতমি কাপুর। এত বৈচিত্র্যময় অভিনেতার সমাবেশে দর্শকরা পাচ্ছেন এক বহুস্তরীয় গল্পের প্রতিশ্রুতি, যেখানে থাকবে ড্রামা, হিউমার আর আত্মসমালোচনার মিশেল।
প্রযোজনায় রয়েছেন শাহরুখ-পত্নী গৌরী খান। এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে নাম আছে বনি জৈন ও অক্ষত ভার্মার। শুধু তাই নয়, সিরিজটি সহ-স্রষ্টা করেছেন আরিয়ান নিজে, সঙ্গী হিসেবে রয়েছেন বিলাল সিদ্দিকি ও মানব চৌহান। এই ত্রয়ীই সিরিজের চিত্রনাট্য রচনার দায়িত্ব নিয়েছেন।
টিজারের শেষে ঘোষণা করেছে নেটফ্লিক্স— আসছে ২০ আগস্ট, যেদিন প্রকাশ পাবে সিরিজের ডিটেইলড প্রিভিউ। আর সেই দিন থেকেই শুরু হবে চূড়ান্ত কাউন্টডাউন।শাহরুখের ছেলে হিসেবে জন্ম থেকে আরিয়ান বলিউডের ভেতরের দুনিয়া দেখেছেন। তবে ‘দ্য বা***ডস অফ বলিউড’ দিয়ে তিনি সাহসী পদক্ষেপ নিলেন— যে ইন্ডাস্ট্রির অংশ তিনি নিজে, তাকেই এবার মজার ছলে সমালোচনা করবেন, আবার ভালবাসায় ভরিয়ে দেবেন।
এটা শুধু একটি সিরিজ নয়— বরং নতুন প্রজন্মের কাছে বলিউডকে নতুন করে দেখার দৃষ্টিভঙ্গি। আরিয়ান খানের এই ডেবিউ ইতিমধ্যেই ইঙ্গিত দিচ্ছে, বলিউডের আঙিনায় আসছে একদম ভিন্ন ধারার গল্পকথক।