টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
প্রিমিয়ারে হাজির বিদেশিনী
‘দ্য ব্যাডস অব বলিউড’-এর প্রিমিয়ার ছিল তারকাখচিত এক আসর। হবে না-ই বা কেন! শাহরুখ-পুত্রের প্রথম কাজ বলে কথা। বুধবার সন্ধ্যায় লাল গালিচায় হাজির ছিলেন একঝাঁক সেলিব্রিটি, ইন্ডাস্ট্রির এ-লিস্টার এবং প্রভাবশালী ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধুরী দীক্ষিত, রণবীর কাপুর, আলিয়া ভাট, অজয় দেবগণ, কাজল, ফারাহ খান এবং করণ জোহরের মতো তারকারা।
পরিচালক আরিয়ান খান এসেছিলেন তাঁর পরিবার নিয়ে। সঙ্গে ছিলেন বাবা শাহরুখ খান, মা গৌরী খান, বোন সুহানা খান এবং ভাই আবরাম খান। এদিন আরিয়ান পরেছিলেন কালো পোশাক—টি-শার্ট, জ্যাকেট এবং ডেনিমস। তিনি একা এবং পরিবারের সঙ্গে দাঁড়িয়ে পোজ দেন পাপারাজ্জিদের জন্য।
আরিয়ানের ‘প্রেমিকা’ও হাজির ছিলেন তাঁর বিশেষ দিনে। ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী লারিসা বোনেসি এসেছিলেন কালো অফ-শোল্ডার পোশাকে। শোনা যায়, সেই বিদেশিনীকেই মন দিয়েছেন শাহরুখ-তনয়। হাসিমুখে তিনি পোজ দেন পাপারাজ্জিদের জন্য। তবে আরিয়ান এবং লারিসা একসঙ্গে ছবি তোলেননি।
রাজের মুখে বিপাশা-নেহার নাম
৬০ কোটি টাকার প্রতারণা মামলায় নতুন মোড়—ব্যবসায়ী রাজ কুন্দ্রা অভিযোগ করেছেন যে, সেই টাকার একটি অংশ বলিউড অভিনেত্রী বিপাশা বসু এবং নেহা ধূপিয়াকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে।
মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং বর্তমানে এই মামলার তদন্ত করছে। সূত্রের দাবি, কুন্দ্রা তাঁর বয়ানে বলেছেন যে, বিতর্কিত টাকার কিছু অংশ বিপাশা এবং নেহাকে দেওয়া হয়েছিল। তবে পাঁচ ঘণ্টার দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে চুপ করে থাকেন। এর ফলে তদন্তকারী সংস্থা আরও একাধিক দফায় তাঁকে জেরা করার পরিকল্পনা করছে।
আশীষের উদযপান
ধর্ষণ মামলায় জামিন পাওয়ার কয়েক দিন পর টেলিভিশন অভিনেতা আশীষ কাপুর অবশেষে মুখ খুললেন। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় খ্যাত এই অভিনেতা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ নোট শেয়ার করে স্বস্তি প্রকাশ করেছেন এবং বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘সাম্প্রতিক ঘটনাটির পর আমি গভীর স্বস্তি এবং কৃতজ্ঞতায় ভরে গিয়েছি। এই অভিজ্ঞতা আমাদের গণতন্ত্রের শক্তি এবং সংবিধানে লুকিয়ে থাকা মহৎ নীতিগুলোর এক গভীর ও শক্তিশালী স্মারক হয়ে দাঁড়িয়েছে। আমার আইনি ব্যবস্থার প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে, আর এই ফলাফল সেই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। আমার সঙ্গে জড়িত সকলের পরিশ্রমের ফলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং সত্য প্রকাশ পেয়েছে।’
‘এটি প্রমাণ করে যে সত্য সর্বদাই জয়ী হয়। এই কঠিন সময়ে যারা আমাকে সমর্থন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং সেই ব্যবস্থার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি, যা প্রতিটি নাগরিকের অধিকারকে সুরক্ষা দেয়,’ তিনি যোগ করেছেন।
আশীষকে চলতি মাসের শুরুতে পুনেতে গ্রেপ্তার করা হয়। এক নারী অভিযোগ করেন যে দিল্লিতে আগস্ট মাসে অনুষ্ঠিত এক হাউস পার্টিতে তিনি তাঁর উপর যৌন নিপীড়ন চালিয়েছেন। পুলিশের রিপোর্ট অনুযায়ী, প্রথমে অভিযোগকারী দাবি করেছিলেন যে পার্টির আয়োজক আশীষের এক বন্ধু, আশীষ নিজে এবং আরও দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে যৌন হেনস্থা করেছিলেন, আর একজন নারী তাকে শারীরিকভাবে আক্রমণ করেছিলেন। তবে পরে তিনি তার বক্তব্য পরিবর্তন করে জানান যে, কেবলমাত্র আশীষই তাকে ধর্ষণ করেছিলেন।
