সংবাদ সংস্থা মুম্বই: শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর নাম ঘোষণার পর থেকেই বলিপাড়া উত্তাল। ‘পাঠান’-এর পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ফের বড়পর্দায় ফিরছেন 'বাদশা'। তবে এই সিনেমা ঘিরে উন্মাদনার সবচেয়ে বড় কারণ—এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করছেন শাহরুখ-কন্যা সুহানা খান। 'দ্য আর্চিস'-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখার পর এবার বড়পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর।
আরও চমকপ্রদ খবর—শোনা যাচ্ছে, এই ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আরশাদ ওয়ার্সি। খবর, ‘কিং’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরশাদকে। ঠিক কী চরিত্রে অভিনয় করবেন তিনি, তা এখনই গোপন রাখা হয়েছে, তবে তাঁর ভূমিকাটি যে বেশ গুরুত্বপূর্ণ তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন নির্মাতারা।
শাহরুখ খান এবং আরশাদ ওয়ার্সি বহুদিনের বন্ধু হলেও, একসঙ্গে বড়পর্দায় তাঁদের দেখা যাবে এই প্রথম। ২০০৫ সালে ‘কুচ মিঠা হো জায়ে’ ছবিতে শাহরুখ অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন, তবে এবার দু’জনেই মুখ্যভূমিকায় এক ফ্রেমে। এই ছবিতে ছিলেন মহিমা চৌধুরী, রোহিত রায়, সন্ধ্যা মৃধুল এবং জসপাল ভাট্তিও।
'কিং'-এর প্রযোজনার দায়িত্বে রয়েছেন শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স। ছবিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন ও ‘মুঞ্জ্যা’-খ্যাত অভিনয়শিল্পী অভয় বর্মা।
এই মুহূর্তে যত দিন যাচ্ছে, ততই রহস্য বাড়ছে ‘কিং’ ঘিরে—সুহানার লঞ্চ, শাহরুখের অ্যাকশন, আরশাদের যোগদান… বলিউডে এর চেয়ে হাইভল্টেজ কামব্যাক আর কী হতে পারে?
