সংবাদসংস্থা মুম্বই: বছরের শুরুতেই একের পর বিপদ বাড়ছে মায়ানগরীর তারকাদের। সইফ আলি খানের উপর আক্রমণ হওয়ার পর থেকেই আতঙ্কিত তারকা মহল। এর মাঝেই বিপদের সম্মুখীন অভিনেতা অর্জুন কাপুর। 

 


শুটিং ফ্লোরে ছাদ ভেঙে গুরুতর জখম অভিনেতা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আগামী ছবি 'মেরে হ্যাজব্যান্ড কী বিবি'র শুটিং করছিলেন অর্জুন কাপুর। সেই সেটেই ছাদের একটা বড় অংশ ভেঙে পড়ে। যার জেরে শুধু অর্জুন কাপুরই নন, সহ-অভিনেতা জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাসসির আজিজও আহত হন। 

 

কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায় মুম্বই সংবাদমাধ্যমকে বলেন, "আমার চোখ তখন মনিটরে। আচমকাই দেখি ছাদ ভেঙে পড়ল চোখের সামনে। ঈশ্বরের কৃপায় গোটা ছাদটা ভেঙে পড়েনি আমাদের মাথার উপর। তাহলে আরও বড়সড় বিপদ ঘটতে পারত। তবে অর্জুন কাপুর-সহ অনেকেই মারাত্মক জখম হয়েছেন। এই ধরনের পুরনো বাড়িগুলিকে তো আমরা প্রায়শই লোকেশন হিসাবে ব্যবহার করি কিন্তু এই অঘটন কীভাবে ঘটল বোঝা যাচ্ছে না।"

 


জানা যাচ্ছে, ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অশোক দুবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে বাড়িতে শুটিং হচ্ছিল সেটি বেশ পুরনো এবং ভগ্নপ্রায়। বেশ কিছু দিন ধরে সেখানে টানা শুটিং হচ্ছিল। লাগাতার শব্দের কম্পনে সম্ভবত আরও নড়বড়ে হয়ে পড়ে বাড়িটি। যার জেরে এই বিপত্তি।