বোন অংশুলা কাপুরের বাগদান সম্পন্ন হওয়ায় আবেগপ্রবণ অভিনেতা অর্জুন কাপুর। রোহন ঠক্করের সঙ্গে অংশুলার বাগদান অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে ভাগ করে তিনি এক হৃদয়স্পর্শী বার্তা লিখেছেন। বনি কাপুর এবং প্রয়াত মোনা শৌরি কাপুরের কন্যা অংশুলা গত ২ অক্টোবর লেখক রোহন ঠক্করের সঙ্গে বাগদান সেরেছেন।
চলতি বছর জুলাই মাসে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে রোহন তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এবার মুম্বইতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বাগদান অনুষ্ঠান হল। এই অনুষ্ঠানে অর্জুন ছাড়াও উপস্থিত ছিলেন অংশুলার সৎ বোন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর। ছিলেন বাবা বনি কাপুর এবং পরিবারের অন্য সদস্যরা।
অর্জুন কাপুর তাঁর বোন ও রোহনের বাগদানের ছবি ভাগ করে ইনস্টাগ্রামে একটি আবেগপ্রবণ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 'আজ আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হল। আমার ছোট্ট বোনটি বড় হয়ে যাচ্ছে এবং নিজের পথ খুঁজে নিচ্ছে। সেই জন্য আমার মন আনন্দে ভরে উঠেছে। তবে একই সঙ্গে এটা মেনে নিতে কষ্ট হচ্ছে যে ও খুব শীঘ্রই আমার থেকে দূরে চলে যাবে।'
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Anshula Kapoor (@anshulakapoor)
অর্জুন ওই পোস্টে আরও উল্লেখ করেছেন যে এই বিশেষ দিনে তিনি তাঁদের প্রয়াত মা মোনা শৌরি কাপুরের অনুপস্থিতি আরও বেশি করে অনুভব করছেন। অর্জুন লিখেছেন, 'আজ মা'কে আরও বেশি করে মনে পড়ছে...কিন্তু আমি জানি মা খুশি হতেন। অংশুলা, আমি সবসময় তোমার পাশে থাকব। রোহন, আমাদের পরিবারে স্বাগতম। তোমরা দু'জন চিরকাল সুখে থাকো।'
এই পোস্টে অর্জুন একটি পারিবারিক ছবিও ভাগ করেছেন, যেখানে দেখা যাচ্ছে বনি কাপুর, জাহ্নবী এবং খুশি কাপুর হাসিমুখে নবদম্পতিকে আশীর্বাদ করছেন। অংশুলা কাপুর নিজেও তাঁর ইনস্টাগ্রামে বাগদানের একাধিক ছবি পোস্ট করেছেন। এই ছবিগুলিতে তাঁকে বেগুনি লেহেঙ্গায় এবং রোহনকে গাঢ় নীল শেরওয়ানিতে মানিয়েছিল। একটি ছবিতে অংশুলা দেখাচ্ছেন তাঁর সুন্দর বাগদানের আংটিটি। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, অর্জুন, জাহ্নবী এবং খুশি একসঙ্গে দাঁড়িয়ে আছেন।
অংশুলার পোস্ট করা বাগদানের একটি ছবিতে দেখা যায়, প্রয়াত মায়ের একটি ফ্রেমে বাঁধানো ছবি রাখা চেয়ারের পাশে অংশুলা বসে আছেন। তিনি লেখেন, 'হাসি, আশীর্বাদ, ভালবাসায় আমাদের জীবন আজ পূর্ণ। সকলে তো উপস্থিত ছিলেনই, ছিলেন আমার মা-ও। তাঁর ভালবাসা... শান্তভাবে আমাদের চারপাশে ছিল। সমস্ত জায়গায় আমি অনুভব করতে পেরেছি, মা পাশেই আছে।' অর্থাৎ এদিন মাকে আরও বেশি করে মনে পড়ছিল মেয়ের।
অংশুলা এবং রোহনের এই বিশেষ দিনে গোটা কাপুর পরিবার উচ্ছ্বসিত ছিল। অভিনেত্রী খুশি কাপুরও তাঁর দিদির বাগদানের ছবি ভাগ করে রোহনকে পরিবারে স্বাগত জানিয়েছেন। জাহ্নবী কাপুরকেও এই অনুষ্ঠানে আবেগে চোখ মুছতে দেখা যায়। অর্জুন ও জাহ্নবীর মধ্যেকার সম্পর্ক বরাবরই খুব মজবুত, এবং অংশুলার এই নতুন যাত্রা তাঁদের মধ্যেকার বন্ধনকে আরও দৃঢ় করেছে। সোনম কাপুর, অনিল কাপুরের স্ত্রী সুনিতা কাপুর-সহ পরিবারের অন্যান্য সদস্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং নবদম্পতিকে আশীর্বাদ করেছেন।
অংশুলা এবং রোহনের সম্পর্কের শুরুটা হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। তিন বছর আগে তাঁদের প্রথম কথা হয়। তারপর জুলাই মাসে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের সুন্দর পরিবেশে রোহন তাঁকে বিয়ের প্রস্তাব দেন। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে, এই বছরের ডিসেম্বরেই তাঁদের বিয়ে হওয়ার কথা রয়েছে।
অর্জুন কাপুর ও অংশুলার এই আবেগপ্রবণ পোস্ট এবং পারিবারিক ছবিগুলি কাপুর পরিবারের উষ্ণ বন্ধন এবং নতুন সম্পর্কের জন্য তাঁদের আনন্দকে তুলে ধরেছে।