সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
মালাইকার নাম শুনেই কী করলেন অর্জুন?
আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা অরোরা। একসঙ্গে বেশকিছু বছর থাকলেও অর্জুন-মালাইকার প্রেমেও ছেদ পড়ে। বয়সের ব্যাবধান নাকি অন্য কোনও বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা, তা আজও খোলসা করেননি দু'জনের কেউই। সম্প্রতি, মুম্বইয়ের এক দীপাবলির অনুষ্ঠানে অর্জুনকে দেখা যায়। সেখানে দর্শক তাঁকে দেখেই মালাইকার কথা জানতে চান। জবাবে অভিনেতা হেসে বলেন, "এখন সিঙ্গেল আমি।" এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
'পদ্মাবত'-এ কোন চরিত্রে থাকতেন প্রভাস?
পরিচালক সঞ্জয় লীলা বনশালির 'পদ্মাবত'-এর 'মহারাওয়াল রতন সিং'-এর চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। তাঁর 'বাহুবলী'র অভিনয় ও দেশজুড়ে অনুরাগীদের সংখ্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক। কিন্তু সেইসময় এই চরিত্রটির জন্য রাজি হননি প্রভাস। আর তাই প্রস্তাব গিয়েছিল শাহিদ কাপুরের কাছে। ছবিতে রাজপুত রাজার চরিত্রে শাহিদের অভিনয় মন কেড়ে নিয়েছিল দর্শকের।
হৃতিকের জন্য কী ছেড়েছিলেন আমিশা?
বলিউডের কালজয়ী রোমান্টিক ছবি 'কহো না পেয়ার হ্যায়'-তে প্রথমবার জুটি বেঁধেছিলেন হৃতিক রোশন ও আমিশা পাটেল। একবার এই ছবি ঘিরে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এর আগে বেশ কয়েকটি ছবির প্রস্তাব এসেছিল তাঁর কাছে। কিন্তু রাজি হননি তিনি। এরপর হৃতিকের বিপরীতে ছবির প্রস্তাব আসায় নামী কর্পোরেট চাকরি ছেড়ে ছবির জন্য রাজি হয়ে যান। যদিও এই নিয়ে একেবারেই মন খারাপ নেই অভিনেত্রীর।
