অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান—ডনের মুকুটে ঝলমল করেছে বলিউডের দুই সম্রাটের নাম। এবার সেই সিংহাসনে বসতে চলেছেন রণবীর সিং। ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ নতুনভাবে রিবুট করছে ফ্র্যাঞ্চাইজিকে। ইতিমধ্যেই জানা গিয়েছে, রণবীরের বিপরীতে ডনের নায়িকা হিসেবে থাকছেন কৃতি স্যানন। এবার মিলল আরও বড় আপডেট—ছবির প্রধান ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় ক্ষিণী অভিনেতা অর্জুন দাস-কে!
সূত্রের খবর, ‘মাস্টার’, ‘কাইথি’, ‘বিক্রম’, ‘গুড ব্যাড আগলি’ এবং মুক্তির অপেক্ষায় থাকা ‘ওজি’-এর মতো ছবিতে ধূসর চরিত্রে নজর কেড়েছেন অর্জুন। এবার বলিউডে তাঁর ডেবিউ হতে চলেছে 'ডন ৩'-এর হাত ধরেই। সূত্র জানাচ্ছে, ফারহান ও তাঁর প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে কথা। আর অর্জুন নিজেও নাকি বেশ আগ্রহ দেখিয়েছেন 'ডন ৩'-এর জন্য। কারণ তাঁকে প্রস্তাবিত চরিত্রটি একেবারে আর পাঁচটা হিন্দি ছবির সাধারণ খলনায়কের মতো নয়—তাঁর চরিত্রে আছে একাধিক স্তর, বহুমুখী রূপ।
সবচেয়ে বড় চমক, রণবীর সিং ও অর্জুন দাসের মধ্যে তুমুল 'ক্যাট-অ্যান্ড-মাউস' গেমই হবে ছবির আসল আকর্ষণ। ডনের শরীরী ভাষা ও ভঙ্গিমা ধরতে রণবীর ইতিমধ্যেই বিশেষ ওয়ার্কশপ শুরু করতে চলেছেন। জানুয়ারি থেকে ফারহানের সঙ্গে শুরু হবে অ্যাকশন-প্যাকড শ্যুটিং।
আন্তর্জাতিক মানের স্টান্ট টিম ইতিমধ্যেই জুড়েছে ছবির সঙ্গে। লক্ষ্য একটাই— 'জেমস বন্ড' ছবির মতো টানটান উত্তেজনায় ভরপুর অ্যাকশন সিকোয়েন্স তৈরি করা। বাস্তব লোকেশনে বড় বড় শ্যুটিং প্ল্যান করা হচ্ছে, যাতে বাস্তবতার ছাপ আরও গভীরভাবে ফুটে ওঠে পর্দায়।
সবকিছু পরিকল্পনা মতো এগোলে, আগামী দুই সপ্তাহের মধ্যেই অর্জুন দাসের সঙ্গে অফিসিয়াল চুক্তি সেরে ফেলবে এক্সেল এন্টারটেইনমেন্ট। তারপরই হবে বড় ঘোষণা— 'ডন ৩'-র খলনায়ক কে, তা সামনে চলে আসবে জমকালো ভঙ্গিতে!
তাহলে কি এবার বলিউডের ডন-ফ্র্যাঞ্চাইজিতে দক্ষিণী ঝড় তুলতে চলেছেন অর্জুন দাস?
অন্যদিকে, তিন প্রজন্মের তিন 'ডন'কে একসঙ্গে দেখা যেতে পারে এই অ্যাকশন-থ্রিলারে। অর্থাৎ, রণবীরের সঙ্গে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান! ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন তেমনই।

জন্মলগ্ন থেকেই ‘ডন ৩’-কে ঘিরে উত্তেজনা থামেনি। রণবীর সিংকে নতুন ডন হিসাবে ঘোষণা করার পর থেকে ছবির কাস্টিং আর পরিসর নিয়ে নানা জল্পনা চলছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগের দুই ডন—অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকেও এই তৃতীয় কিস্তিতে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
বলিউডের আনাচ-কানাচে ফিসফাস, অমিতাভ এবং শাহরুখ দু’জনেই প্রস্তাবটি ভেবে দেখছেন। এখনও যদিও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে তিন প্রজন্মের ডনকে একসঙ্গে পর্দায় দেখার সম্ভাবনা ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি করেছে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে এই প্রথম অমিতাভ, শাহরুখ এবং রণবীর একসঙ্গে একই সিনেমায় কাজ করবেন।
‘ডন ৩’-কে ঘিরে নানা ধরনের গুঞ্জন বহুদিন ধরেই চলছে। গল্পের প্লট কেমন হবে, শাহরুখ তাঁর ব্যাটন হস্তান্তরের পর আবারও কি ডনের চরিত্রে ফিরবেন, এসব প্রশ্নেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ২০০৬ সালে ফ্র্যাঞ্চাইজিটি রিবুট করা ফারহান আখতার এবারও চিরাচরিত ছক ভাঙার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে। নতুন অধ্যায়টিকে ইতিমধ্যেই আরও বড় এবং সাহসী হিসোবে বর্ণনা করা হচ্ছে।
