প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করার পর থেকেই চর্চায় রয়েছেন অরিজিৎ সিং। কিন্তু একি! গায়ক প্লেব্যাক থেকে স্বেচ্ছাবসর ঘোষণা করতেই এক্স হ্যান্ডেলে ট্রেন্ড করছেন মহেন্দ্র সিং ধোনি! কেন? 

মঙ্গলবার অরিজিৎ সিং সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানান তিনি আর কোনও নতুন প্রজেক্টে কাজ করবেন না প্লেব্যাক গায়ক হিসেবে। কারণ হিসেবে জানিয়েছেন তিনি সহজেই 'বোর' হয়ে যান। এছাড়াও তিনি অন্যান্য ধরনের কাজে মন দিতে চান এবং নতুনদের সুযোগ দেওয়ার জন্যই সরে যাচ্ছেন বলে জানালেন। আর তারপরই এক্স হ্যান্ডেলে আচমকাই ভাইরাল হয়ে যান ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি।

অনেকেই মজা করে লিখেছেন, মহেন্দ্র সিং ধোনি ৪৪ বছর বয়সে এসেও আইপিএলের ট্রেনিং শুরু করছেন, আর এদিকে মাত্র ৩৮ বছর বয়সেই প্লেব্যাক থেকে অবসর নিলেন অরিজিৎ। এক ব্যক্তি লেখেন, 'ভাবিনি ধোনির আগে অরিজিৎ অবসর নেবেন।' আরেকজন লেখেন, 'অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে কেরিয়ার ২০১১ থেকে ২০২৬, আর ধোনির আইপিএল কেরিয়ার ২০০৮ থেকে চলছে, চলবে...।' এক নেটিজেন মশকরা করে লেখেন, 'ধোনির আগে অরিজিৎ অবসর নেবেন এটা আমার কল্পনায় ছিল না।' আরও একজন লেখেন, 'জাকির খান কমেডি থেকে বিরতি নিলেন, অরিজিৎ প্লেব্যাক থেকে। এদিকে ২০৫০ এও দেখব থালা আইপিএল খেলছেন।' 

?ref_src=twsrc%5Etfw">January 27, 2026
?ref_src=twsrc%5Etfw">January 28, 2026