কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন সিংহাসন ছেড়ে দিলেন অরিজিৎ সিং। জানিয়ে দিলেন আর কোনও প্রজেক্টে প্লেব্যাক করবেন না। কিন্তু কেন? এই কেনর উত্তর খুঁজতে ইতিমধ্যেই বিস্তর জল্পনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। কেউ কেউ তো মনে করছেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়েছে। এবার এই জল্পনায় ইতি টেনে নিজেই কারণ ফাঁস করলেন অরিজিৎ সিং। 

কেন প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন সেই কারণ প্রকাশ্যে এনে নিজেই এক্স হ্যান্ডেলে জবাব দিলেন অরিজিৎ সিং। জানালেন, 'এটার পিছনে কেবল একটা কারণ নেই। বরং একাধিক কারণ রয়েছে। আর তাছাড়া আমি এটা বহুদিন ধরেই করার চেষ্টা করছিলাম। অবশেষে আমি সেই সঠিক সাহসটা অর্জন করতে পেরেছি।' 

তাও প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়ে অরিজিৎ সিং লেখেন, 'এর মধ্যে একটা সাধারণ কারণ হল, আমি খুব সহজেই বোর হয়ে যাই। তাই আমি একই গানের অ্যারেঞ্জমেন্ট বারবার বদলাতে থাকি। এবং নতুন নতুন ভাবে সেগুলোকে মঞ্চে পারফর্ম করি। তো সেটাও হল একটা কারণ, আমি বোর হিয়ে যাই। বাঁচার জন্য আমায় অন্য ধরণের কিছু সঙ্গীত করতে হবে।' 

তিনি এদিন আরও জানান, তিনি জায়গা ছেড়ে দিলেন, যাতে নতুন কোনও গায়ক উঠে আসেন এবং তাঁকে উৎসাহ জোগান। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২৭ জানুয়ারি রাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই বোমা ফাটান অরিজিৎ সিং। জানান তিনি প্লেব্যাক করবেন না আর। সেই ঘোষণা করে লেখেন, 'হ্যালো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই শ্রোতা হিসেবে এতগুলো বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমি আনন্দের সঙ্গে এটা ঘোষণা করছি যে প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর নতুন কোনও প্রজেক্ট নেব না এখন থেকে। আমি এখানেই ইতি টানলাম। এই সফরটা দুর্দান্ত ছিল।'

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'ফির মহব্বত' গানটি দিয়ে তিনি তাঁর বলিউডে ডেবিউ হলেও, ২০১৩ সালে মুক্তি পাওয়া 'আশিকি ২' ছবির 'তুম হি হো' গানটির হাত ধরে তিনি রাতারাতি তারকা বনে যান। এরপর আর তাঁকে পিছু ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন 'অ্যায় দিল হ্যায় মুশকিল', 'আপনা বানালে', 'ভে মাহি', 'গেহরা হুয়া', 'কেশারিয়া', ইত্যাদির মতো একাধিক হিন্দি হিট গান। 'বোঝে না সে বোঝে না', 'কে তুই বল', 'গানে গানে', 'ভালবাসার মরশুম', ইত্যাদির মতো বাংলা গান রয়েছে তাঁর ঝুলিতে।