বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। তার পরেও কিন্তু নিশ্চিত নয় সলমন আলি আঘারা বিশ্বকাপে নামবে।
2
10
ভারতের প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানে মনে করেন, বিশ্বকাপ বয়কট করার সাহসই নেই পাকিস্তানের।
3
10
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়াচ্ছে।
4
10
পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা তা জানা যাবে
২ ফেব্রুয়ারি।
5
10
অজিঙ্ক রাহানে বলেছেন, ''পাকিস্তান না এসে থাকতেই পারবে না। পাকিস্তানের সেই সাহস নেই।''
6
10
এদিকে তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত পাকিস্তানকে একপ্রকার সতর্ক করে দিয়েছেন। বলেছেন, ভারতীয়রা দুর্দান্ত ছন্দে রয়েছে। কলম্বোয় মারবে, ছক্কা এসে পড়বে মাদ্রাজে।
7
10
বাংলাদেশ বিশ্বকাপ বর্জনের প্রেক্ষিতে পাকিস্তানও মেগা টুর্নামেন্ট বয়কটের ডাক দিয়েছে।
8
10
৪ জানুয়ারি আইসিসি-কে ভেন্যু বদলের অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
9
10
২১ জানুয়ারি বোর্ডের সভার পরে আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের মাটিতেই খেলতে হবে। বাংলাদেশ তাতে রাজি হয়নি। ফলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড বিশ্বকাপের টিকিট পেয়ে যায়।
10
10
আগামী সোমবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি জানা যাবে পাকিস্তানের ভবিষ্যৎ।