জীবনকে সুরক্ষিত রাখতে হলে এলআইসি হল একটি ভরসার জায়গা। সেদিক থেকে দেখতে হলে প্রচুর মানুষ এখানে টাকা রেখে নিজের ভবিষ্যতকে নিশ্চিত করেন।
2
9
এখানে প্রতি মাসে টাকা রাখলেই সেখান থেকে আপনার অবসর হবে নিশ্চিত। তাই দেশের প্রচুর মানুষ নিজেদেরকে সুরক্ষিত রাখতে বেছে নেন এলআইসি।
3
9
এলআইসি করার সময় নানা ধরণের নিয়ম থাকে। তবে সেখানে সবথেকে দরকারি একটি নিয়ম হল আপনার নমিনির নাম।
4
9
যদি আপনি সঠিকভাবে আপনার নমিনির নামটি না দিয়ে থাকেন তাহলে সেটি ভবিষ্যতে আপনার পরিবারকে সমস্যায় ফেলতে পারে। তাই সবার আগে নমিনির দিকটি নজরে রাখতে হবে।
5
9
প্রতিটি ইনস্যুরেন্স প্রতিষ্ঠান নিজেদের মতো করে নিয়ম তৈরি করে থাকে। সেখানে সবার জন্য সহজ নীতি তৈরি করে এলআইসি। তাই দেশের বেশিরভাগ মানুষই এখানে বিনিয়োগ করে থাকেন।
6
9
যদি সঠিকভাবে নিজের নমিনির নামটি না দিয়ে থাকেন তাহলে এখনই সেটি করিয়ে নিন। যদি হঠাৎ করে আপনার কোনও সমস্যা হয়ে থাকে তাহলে সেখানে আপনাকে রক্ষা করতে পারে আপনার নমিনি।
7
9
একজন পলিসি হোল্ডার তার টাকা ফেরত পাবেন এমন গ্যারান্টি দেয় এলআইসি। সেখানে যদি নমিনির নামটি সঠিক না থাকে তাহলে তৈরি হতে পারে বিরাট সমস্যা।
8
9
যদি কখনও আপনি হাসপাতালে ভর্তি হয়ে থাকেন তাহলে সেখানে আপনার হয়ে সমস্ত কাজ করতে পারে নমিনি। তাই এই নামটি নিয়ে একেবারে হেলাফেলা করবেন না।
9
9
সমস্ত ধরণের আইনি কাজেও আপনাকে সহায়তা করতে পারে আপনার নমিনি। সেদিক থেকে দেখতে হলে আপনার নমিনি আপনার অন্যতম রক্ষাকর্তা। সেদিকেই জোর দিন সবার আগে।