বলিউডের তারকাখচিত আড্ডা মানেই চমক আর হাসির বন্যা! আর সেই রকমই এক সন্ধ্যার সাক্ষী থাকল অভিনেত্রী আর্চনা পুরণ সিং-এর বাড়ি। ‘সন অফ সর্দার ২’ ছবির প্রচারে তাঁর বাড়িতে এসে হাজির হলেন অজয় দেবগন ও ম্রুণাল ঠাকুর। এবং এরপরই শুরু হল একের পর এক রসিকতা আর বিস্ফোরক অ্যানেকডোটে ভরা মজাদার ব্লগ।

 

ম্রুণাল ঠাকুর ব্লগে আর্চনার ছেলে আর্যমান শেঠিকে মজার ছলে প্রশ্ন করেন, “তোমার ভাই আয়ুষ্মান-এর মতো কি তোমার কখনও কোঁকড়ানো  চুল করার ইচ্ছে হয়েছে?” উত্তরে আর্যমান জানান, তিনি তাঁর নিজের স্বাভাবিক সোজা চুল-ই ভালোবাসেন। এর পরেই আর্যমানের দিকে ইশারা করে অর্চনা পুরণ সিং মজার ছলে বলে ওঠেন,“একবার জ্যাকি শ্রফ আমায় জিজ্ঞেস করেছিল, ‘ওর চুল এত সোজা হল কী করে?’ আমি বলেছিলাম, ‘আমার প্রতিবেশীর ধাঁচ পেয়েছে!’”

 

এরপরই অর্চনা একটি দারুণ স্মৃতিচারণা করেন শাহরুখ খান এবং হৃতিক রোশনকে নিয়ে। বর্ষীয়ান অভিনেত্রী জানান, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জন্মদিনে একবার তিনি তাঁর গোটা পরিবারসহ ‘মন্নত’-এ গিয়েছিলেন। সেখানেই ঘটেছিল সেই দারুণ ব্যাপার।

 

অর্চনা বলেন, “শাহরুখ আমার ছেলেকে দেখে বললেন, ‘আরে, ওর চুল তো দেখছি একদম আমার মতো!’ বলেই চলে গেলেন। আর আমার স্বামী পরমিত সেঠি তখন দারুণ অবাক হয়ে আমায় তাকাল... এর খানিক পর পার্টিতে এল হৃতিক রোশন। ওর ভাই এবার আয়ুষ্মানকে দেখে বলল, ‘ আরে, কী আশ্চর্য! ওর চোখ তো পুরো একেবারে হুবহু আমার মতো।’ শোনামাত্র পরমিত ফের একই রকম তাকাল আমার দিকে…”
অর্চনার কথার অন্তর্নিহিত অর্থ বুঝে সবাই ততক্ষণে হেসে গড়াগড়ি —তাঁরাও জানেন, অর্চনা-পরমিতের ছেলেরা আদপে দেখতে একেবারে পরমিত শেঠির মতোই।

 

এর মাঝেই ‘সন অফ সর্দার ২’ নিয়ে চলল খোলামেলা আড্ডা। অর্চনার সেই ব্লগে আরও উঠে আসে আসন্ন ছবি ‘সন অফ সর্দার ২’ নিয়ে নানা গল্প। ছবির পরিচালক বিজয় কুমার অরোরা, এবং প্রযোজনায় অজয় দেবগন নিজে, জ্যোতি দেশপাণ্ডে, এন.আর. পচিসিয়া ও প্রবীণ তালরেজা। ছবিতে অজয়-ম্রুণাল ছাড়াও দেখা যাবে রবি কিশন, কুব্বরা সাইত, বিন্দু দারা সিং, সঞ্জয় মিশ্রা ও রোশনি ওয়ালিয়াকে। ছবিটি আগামী  ১ আগস্ট, ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

 

অন্যদিকে,  ‘সন অব সর্দার ২’-এর গান ‘পহলা তু’-তে অজয় দেবগণ আর ম্রুণাল ঠাকুরের আজব হাত-নাচ দেখে নেটপাড়া এখন যাকে বলে 'মিম-উইথ-তন্দুরি!' সেই মিউজিক ভিডিওতেই দেখা যাচ্ছে, অজয় দেবগণ ম্রুণালকে জড়িয়ে ধরে শুধুই হাতের ভঙ্গিমায় নেচে চলেছেন (না কি নাচার চেষ্টা করছেন?) নেটপাড়ার বড় অংশের রসিক মন্তব্য - এ যেন  ফিজিক্যাল এডুকেশনের অদ্ভুত সংস্করণ!এবার  করা সেই মিম নিয়ে মুখ খুললেন খোদ অজয় দেবগণ। ‘সন অব সর্দার ২’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তিনি বলেন—“আপনারা আমার মজা উড়াচ্ছেন, কিন্তু জেনে রাখুন এই নাচটুকু করাটাও আমার জন্য খুব কঠিন ছিল। যাই হোক, আমি তো এটা করেই ফেলেছিএবার  তার জন্য একটা অন্তত ধন্যবাদ দিন।আমাকে ” পাশ থেকে ম্রুণাল ঠাকুর হেসে যোগ করলেন— “দেখতে খুব সহজ লাগলেও, এই নাচটা করতে গেলে মাথার দারুণ ব্যায়াম হয়ে যায়!”

 
গত ১১ জুলাই মুক্তি পেয়েছে ‘সন অব সর্দার ২’-এর ট্রেলার। স্কটল্যান্ডের চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্যের মাঝে এই ছবিতে রয়েছে অ্যাকশন, কৌতুক, নাটক আর একেবারে পাঞ্জাবি তেজ!  ইনস্টাগ্রামে ট্রেলার শেয়ার করে অজয় লিখেছেন— “অ্যাকশন! ইমোশন! কনফিউশনের ভাণ্ডার। জসসি ফিরেছে, আর এবার সবকিছু ডাবল! সতর্কতা: এই ট্রেলার অতিরিক্ত হাসি, বিভ্রান্তি এবং সর্দার-সাইড এফেক্ট তৈরি করতে পারে!”

 

উল্লেখ্য, অর্চনা এখন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর প্রাণভোমরা। এই মুহূর্তে অর্চনা পুরণ সিং অভিনয় করছেন নেটফ্লিক্সের জনপ্রিয় হিন্দি কমেডি রিয়্যালিটি শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এ। এই শো-এর তৃতীয় সিজনে দেখা যাচ্ছে কপিল শর্মা, সুনীল গ্রোভার, কিকু শারদা, কৃষ্ণ অভিষেক ও নভজ্যোৎ সিং সিধুকে। শো শুরু হয়েছে ২১ জুন থেকে, এবং ইতিমধ্যেই পাঁচটি এপিসোড দর্শকমনে সাড়া ফেলেছে।