সংবাদসংস্থা মুম্বই: বলিউডের জনপ্রিয় রিয়্যালিটি শো 'দ্য কপিল শর্মা শো'। কমেডির মোড়কে এই শোয়ের জনপ্রিয়তা দর্শকের কাছে চূড়ান্ত। ২০১৪ সালে কালার্স চ্যানেলে 'কমেডি নাইটস উইথ কপিল'-এর পর সোনি টিভিতে এই শোতে সঞ্চালকের ভূমিকায় রাতারাতি জনপ্রিয়তা পান কপিল শর্মা।
দেখতে দেখতে প্রায় ১০ বছর পার করে ফেলেছে এই শো। চলতি বছরে টিভি ছাড়িয়ে ওটিটির পর্দায় অভিষেক হয়েছে তাঁদের। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই শো। নাম বদলে হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। ওটিটিতে চলে যেতেই একাংশের টিভি-দর্শক ক্ষোভ প্রকাশও করেন।
কিন্তু তাতে কিছু বদল ঘটেনি। বিগত বছরে চ্যানেল পরিবর্তন হয়েছে। সেখান থেকে এখন ওটিটিতে। তবে শোয়ের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। টিআরপি তালিকায় উপরের দিকেই আগাগোড়া এই শোয়ের অবস্থান, তা প্রমাণ করেছে। কপিলের সঙ্গে এই শোয়ে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন, সুনীল গ্রোভার, ক্রুষ্ণা অভিষেক, কিকু শারদা। এবং বিচারকের আসনে রয়েছেন অর্চনা পূরণ সিংহ।
এই শোয়ে থাকার কারণে বহু ছবির প্রস্তাব নাকি নাকচ করতে হয়েছে অর্চনাকে। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "বহু পরিচালকের ছবিতে কাজের প্রস্তাব এসেছিল কিন্তু নাকচ করতে হয়েছে। আসলে কপিল শর্মার শোয়ে অনেকটা সময় ব্যায় হয়। তাই অন্য কাজের ইচ্ছে থাকলেও উপায় নেই। এখন ছবির শুটিং বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশে হয়। স্কটল্যান্ড, মরিশাস এবং অস্ট্রেলিয়ার মতো জায়গায় শুটিং চলে। রিয়্যালিটি শোয়ের কাজ সামলে কোনওভাবেই এই ধরণের শুটিং করা সম্ভব নয়।"
প্রসঙ্গত, বহুদিন পরে 'ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও'তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্চনাকে। ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন রাজকুমার রাও ও তৃপ্তি দিমরি।
