সংবাদ সংস্থা মুম্বই: বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস। এর মধ্যেই বলিপাড়ায় ফের গুঞ্জন—আরবাজ খান ও স্ত্রী সুরা খান নাকি তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও, যেখানে মুম্বইয়ে ডিনার ডেটে বেরিয়ে সাংবাদিকদের শুভেচ্ছাবার্তা শুনে লাজুকভাবে হেসে ওঠেন আরবাজ। যদিও সরাসরি কিছু না বললেও, তাঁর প্রতিক্রিয়া নিয়েই এবার প্রশ্ন উঠছে—তবে কি সত্যিই ‘গুড নিউজ’ আসতে চলেছে খান পরিবারে?

 

ভাইরাল ভিডিওতেই ধরা পড়ল নতুন সন্তান আগমনের ইঙ্গিত? ঘটনা মুম্বই শহরের এক রেস্তরাঁর বাইরে। বুধবার রাতে ডিনার শেষে স্ত্রী সুরার সঙ্গে রেস্তোরাঁর বাইরে আসেন আরবাজ। পোজ দেওয়ার সময় পাপারাজ্জিরা তাঁদের ‘কনগ্র্যাচুলেশন, স্যার’ বলে শুভেচ্ছা জানান। মুহূর্তেই মুচকি হাসিতে গাল লাল হয়ে ওঠে আরবাজের। পাশ থেকে সুরা খান-ও হালকা হেসে ওঠেন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Viral Bhayani (@viralbhayani)