নিজস্ব সংবাদদাতা: বাংলায় নতুন বছরকে বরণ করে নিতে দেখা যায় বাংলা চ্যানেলগুলোকেও।
 
 এ বছরও তার অন্যথা হয়নি। সান বাংলার বর্ষবরণ বেশ অভিনবভাবেই হতে চলেছে। নতুন বছরকে নতুন রূপে তুলে ধরার চেষ্টায় রয়েছে কলাকুশলীরা।
 
  
সান বাংলার 'নতুন রূপে নতুন বছর'-এর বিশেষ চমক হাসিপিসি এবং তার খুদে দলবলের সঙ্গে কুখ্যাত গুন্ডা নকুল দানার টানাপোড়েন। হাসিপিসি খুদেদের নিয়ে পাড়ার মাঠে প্রত্যেক বছর সাংষ্কৃতিক অনুষ্ঠান করে। পাড়ার সবাই সপরিবারে সেই অনুষ্ঠান দেখতে আসে। কিন্তু এই বছর সেই অনুষ্ঠানে বাঁধা দিচ্ছে কুখ্যাত গুন্ডা নকুলদানা। সে ওই মাঠ দখল করার চেষ্টা করছে।
 
 হাসিপিসির তত্ত্বাবধানে খুদেরা তাই নকুলদানার প্ল্যান ভেস্তে দিতে একজোট হয়েছে। 'হাসিপিসি'র ভূমিকায় থাকছেন অপরাজিতা আঢ্য। অন্যদিকে, 'নকুলদানা'র ভূমিকায় সুমিত গাঙ্গুলি। হাসিপিসির খুদেরা কি পারবে নকুলদানার প্ল্যান ভেস্তে মাঠে নতুন বছরের অনুষ্ঠান করতে? 
 
 'নতুন রূপে নতুন বছর'-এ এই টানটান উত্তেজনার সঙ্গে সান বাংলার পর্দায় থাকছেন নচিকেতা চক্রবর্তী, শোভন গাঙ্গুলি, আকৃতি কক্কর, জোজোর মতো শিল্পীদের মন মাতানো গান।
সঙ্গে থাকছে দীপান্বিতা রক্ষিত এবং শ্রুতি দাসের চোখ ধাঁধানো নাচ।
২৭ এপ্রিল এই অনুষ্ঠানের বিশেষ চমক হিসাবে থাকছে সান বাংলার হিট জুটিদের পারফরম্যান্স।
'আকাশ কুসুম'-এর 'ডালি-রক্তিম', 'ভিডিও বৌমা'র 'আকাশ-মাটি' এবং 'পুতুল টিটিপি'র 'ময়ূখ-পুতুল'দের দেখা যাবে এদিন একেবারে ভিন্ন অবতারে।
