ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা— এই তারকা জুটি মানেই অনুরাগীদের মধ্যে অপার কৌতূহল। সেই কৌতূহল আরও বাড়ল যখন দীর্ঘ কয়েক মাস পর এই 'পাওয়ার কাপল'কে ভারতের মাটিতে পা রাখতে দেখা গেল। শনিবার কড়া নিরাপত্তার মধ্যে মুম্বইয়ের বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দী হলেন 'বিরুষ্কা'। গত কয়েক মাস ধরেই তাঁদের লন্ডনে স্থায়ীভাবে বসবাস করার জল্পনা চলছিল, আর এর মাঝেই হঠাৎ দেশে ফিরে আসা স্বভাবতই জন্ম দিয়েছে নানা প্রশ্নের।

 


সাধারণত অনুষ্কা ক্যামেরার সামনে বেশ সাবলীল হলেও, বিমানবন্দরে দেখা গেল সম্পূর্ণ বিপরীত ছবি। তিনি ভিড়ের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। যদিও, বিরাট স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানাতে ভোলেননি।


বিমানবন্দর থেকে বেরিয়ে দ্রুত নিজেদের গাড়ির দিকে এগিয়ে যান তাঁরা। অনুষ্কার পরনে ছিল একটি কালো টি-শার্টের উপরে ধূসর রঙের লম্বা ওভারকোট। সঙ্গে মানানসই ডার্ক সানগ্লাস। অন্যদিকে, বিরাটকেও দেখা গেল তাঁর চিরচেনা 'ক্যাজুয়াল' লুকে। তাঁদের এই 'এফোর্টলেস' বিমানবন্দর ফ্যাশন বরাবরের মতোই নজর কেড়েছে অনুরাগীদের। 

 

 

সূত্রের খবর, তারকা দম্পতি সম্ভবত তাঁদের কন্যা ভামিকা এবং সদ্যোজাত পুত্র আকায়েকে সঙ্গে নিয়ে আসেননি। কারণ, বিমানবন্দরে তাদের দেখা মেলেনি। বিরাট-অনুষ্কার ছেলে-মেয়েদের অনুপস্থিতি দেখে মনে করা হচ্ছে, তাঁদের এই সফর একেবারেই সংক্ষিপ্ত। কোনও ব্যক্তিগত বা অত্যন্ত জরুরি কাজের জন্যই তাঁদের আচমকা মুম্বইয়ে আসতে হয়েছে হয়তো। এদিকে, অনেকের মতে মুম্বইয়ে লিওনেল মেসির আগমনের জন্য হয়তো দেশে ফিরেছেন এই তারকা-দম্পতি।

 

 

নেটপাড়ায় বহুদিন ধরেই গুঞ্জন পাকাপাকিভাবে বিরাট-অনুষ্কা নাকি লন্ডনের বাসিন্দা হতে চলেছেন। তাঁদের ছেলে-মেয়েদের ক্যামেরার আড়ালে রাখাকে এর কারণ হিসেবে অনেকেই মনে করছেন। যদিও এই খবরের সত্যতা নিয়ে তারকা জুটির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 


প্রসঙ্গত, অনুষ্কা শর্মাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালের 'জিরো' ছবিতে। এরপর তিনি কেবল ২০২২ সালে 'কলা' ছবিতে একটি ছোট চরিত্রে হাজির হয়েছিলেন। অভিনেত্রীর অনুরাগীরা দীর্ঘদিন ধরে তাঁর বড়পর্দায় প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জানা গিয়েছে, ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীর জীবন ভিত্তিক বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'-এর মাধ্যমেই তিনি ফিরতে চলেছেন। তবে সেই ছবি মুক্তির নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। সেসব নাকি এখনও পর্যন্ত মেটেনি। 

 


সবকিছু মিলিয়ে, বিরুষ্কার আচমকা প্রত্যাবর্তন নিঃসন্দেহে দেশের বিনোদন জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাঁদের এই সংক্ষিপ্ত সফরের উদ্দেশ্য কী, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুই তারকার অনুরাগীরা।