'কান্তারা' ছবিতে দেখানো 'দৈব'দের অপমান করেছেন রণবীর সিং! সম্প্রতি অভিনেতার নামে এমনই অভিযোগ উঠেছে। যদিও তিনি ক্ষমা চেয়েছেন এই ঘটনার পর। কিন্তু তাতে মোটেই চিড়ে ভেজেনি। উল্টে বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেহতা জনপ্রিয় বলিউড তারকা রণবীর সিংয়ের নামে আরও একটি অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় এই নিয়ে দ্বিতীয় অভিযোগ দায়ের হল রণবীর সিংয়ের নামে। 

জানা গিয়েছে হাই গ্রাউন্ড পুলিশ স্টেশনে আইনজীবী প্রশান্ত মেহতা এই অভিযোগ দায়ের করেছেন। তিনি তাঁর লিখিত অভিযোগে জানিয়েছেন অভিনেতা নাকি পবিত্র দৈব সংস্কৃতিকে ব্যঙ্গ, বিদ্রুপ করেছেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার ক্লোজিং সেরিমনিতে। গত ২৮ নভেম্বর গোয়ায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। 

প্রশান্ত তাঁর অভিযোগে জানিয়েছেন রণবীর সেদিন পাঞ্জুলুরি এবং গুলিগা দৈবের ক্যারিকেচার পারফর্ম করেছিলেন। কিন্তু সেই পারফরমেন্সে নাকি অভিনেতা ব্যঙ্গ করেছেন এই শিল্প, সংস্কৃতির। অপমান করেছেন। এতে হিন্দুদের জাত্যাভিমানে আঘাত লেগেছে। বিশেষ করে টুলু সম্প্রদায়ের। 

রণবীর সিং নাকি দৈবকে মহিলা ভূত বলে আখ্যা দিয়েছেন, এমনটাও এই অভিযোগে জানানো হয়েছে। প্রশান্ত অভিনেতার এই কথাকে সর্বৈব ভুল বলে দাবি করেছেন এবং জেনে বুঝে তিনি অপমান করেছেন বলেও জানিয়েছেন। তিনি পুলিশকে অনুরোধ করেছেন যাতে তাঁরা অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। 
এর আগে হিন্দু জনজাগৃতি সমিতির তরফেও 'ধুরন্ধর' অভিনেতার নামে একই অভিযোগ জানিয়ে পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিল উক্ত সংগঠনের সদস্যরা। গোয়ার পানাজি থানায় সেই অভিযোগ জমা পড়েছে। সেই ঘটনার পর রণবীর সিং ক্ষমা চান। কিন্তু তাতে যে চিড়ে বিশেষ ভেজেনি সেটা স্পষ্ট। 

অভিনেতা তাঁর ক্ষমা বিবৃতিতে জানিয়েছেন যে তিনি সমস্ত সংস্কৃতিকে সম্মান করেন। তিনি কেবল কান্তারা ছবিতে ঋষভ শেট্টির করা পার্ফরমেন্সকে আরও ভাল তুলে ধরতে চেয়েছিলেন সকলের সামনে। তিনি এও জানান, যদি তাঁর এই পার্ফরমেন্সের মাধ্যমে তিনি না বুঝে কাউকে আঘাত করে থাকেন তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। কিন্তু তাঁর কাজের পর কথা, ক্ষমায় মোটেই তুষ্ট নন উক্ত সম্প্রদায়ের মানুষরা। 

রণবীর সিংকে আগামীতে 'ধুরন্ধর' ছবিতে দেখা যাবে। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। রণবীর সিং ছাড়াও এখানে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর মাধবন প্রমুখকে দেখা যাবে। আদিত্য ধর এই ছবির পরিচালনা করেছেন।