নতুন কাজ নিয়ে ব্যস্ত ঐন্দ্রিলা সেন। রিয়্যালিটি শোয়ের হাত ধরে ফিরে এসেছেন ছোট পর্দায়। রুটিন এখন ব্যস্ত। দম ফেলার সময় কই! কিন্ত চরম ব্যস্ততার মাঝেও কি বিষণ্ণতা গ্রাস করছে তাঁকে? নায়িকার সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি দেখে অনেকেই তেমন আঁচ করছেন।

বর্তমান সময় বদলেছে অনেক কিছুই। বদলেছে অনুভূতি প্রকাশের পরিভাষাও। এখন মুখে যা বলা যায় না, অবলীলায় তা সেঁটে দেওয়া যায় নেটমাধ্যমের দেওয়ালে। ঐন্দ্রিলাও কি তা-ই করলেন? স্টোরিতে ইংরেজিতে একটি উদ্ধৃতি শেয়ার করেছেন তিনি। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, ‘যে মেয়েটি বলে সব কিছুই কোনও না কোনও কারণে ঘটে, তার আড়ালে লুকিয়ে থাকে আরেক মেয়ে, যে বুঝতেই পারে না—সে কী এমন ভুল করেছিল যে এত যন্ত্রণা আর বিষাদ তার প্রাপ্য হল।’ 

কেন হঠাৎ যন্ত্রণা আর বিষাদের কথা? তবে কি সকলের আড়াই মনকষ্টে ভুগছেন অঙ্কুশ হাজরার প্রেমিকা? তার ব্যাখ্যা যদিও দেননি ঐন্দ্রিলা। 

অন্য দিকে, অঙ্কুশকে নিয়েও শুরু নতুন জটিলতা। ইডির সমন গেল অভিনেতার কাছে! বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকায় আইনি জটে জড়ালেন অঙ্কুশ। ওই বেটিং অ্যাপের প্রচারের জন্যই নাকি তিনি বিপাকে। টলিপাড়ার অন্দরে শনিবার সকাল থেকেই এমন খবর ঘুরছে।

জানা যাচ্ছে, ১৬ সেপ্টেম্বর ইডির দরবারে হাজিরা দিতে বলা হয়েছে অঙ্কুশকে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে এবং হোয়াটসঅ্যাপে তিনি অধরা।

দিন কয়ের আগেই জি বাংলার এক অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে ধরা দিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। প্রেমিকা এবং বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে খুনসুটিতে মজেছিলেন নায়ক। তারপরেই অঙ্কুশের চোখ বেঁধে দেন ঐন্দ্রিলা। রসিকতা করে অঙ্কুশ বলেন, “আমার বেশি মাথা ঘুরলে কিন্তু সব মেয়েকেই ঐন্দ্রিলা দেখি। তখন বলবে না আমার দোষ।” তাঁদের কাণ্ডকারখানায় দেখে হাসির রোল উঠেছিল চারদিকে।

এক দশকেরও বেশি সময় ধরে প্রেম করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। জুটি বেঁধে করেছেন একাধিক ছবিও। মুক্তি পেতে চলেছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অভিনীত বড় পর্দায় আসবে আগামী বছরের সরস্বতী পুজোয়। একটি বিবৃতি জারি করে তেমনটাই জানিয়েছে নায়কের প্রযোজনা সংস্থা অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স। ছবিটি পরিচালনা করেছেন বলিউড খ্যাত সুমিত-শাহিল। অঙ্কুশের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মির্জা’ পরিচালনার দায়িত্বেও ছিলেন তাঁরা।

‘নারী চরিত্র বেজায় জটিল’-এর গল্প আবর্তিত হবে ঝন্টুকে (অঙ্কুশের চরিত্র) ঘিরে। এমনিতে সে চালাক-চতুর। কিন্তু কোনও ভাবেই বুঝে উঠতে পারে না তার আশপাশের নারীদের মন। সেই অসাধ্য সাধনের গল্পই মজার মোড়কে পর্দায় নিয়ে আসবে ছবিটি।
অঙ্কুশের কথায়, “অভিনেতা হিসাবে আমার যাত্রা যে ছবিগুলো দিয়ে শুরু করেছিলাম, সেগুলির বেশিরভাগই ছিল অ্যাকশনে ভরপুর বা পরিবাকেন্দ্রিক কমেডি। আমাদের শেষ ছবি মির্জাও ছিল অ্যাকশনে ঠাসা। এবার আমরা আবার পারিবারিক রমকম নিয়ে আসছি। আমার পরের ছবি নারী চরিত্র বেজায় জটিল-এর ঘোষণা করতে পেরে খুবই খুশি।”

অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও এই ছবিতে দেখা যাবে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়কে।