আহত হয়েছেন অভিনেতা অঙ্কুশ! তাও দেশে নয়, বিদেশের মাটিতে। 'কাঁটা ফুটেসে' অভিনেতার হৃদয়ে। ভাবছেন, এসব আবার কী? যা ঘটেছে সবই তাঁর আগামী ছবির গানের। সদ্যই প্রকাশ্যে এসেছে 'নারী চরিত্র বেজায় জটিল' ছবির গান 'কাঁটা ফুটেসে'। 

'মির্জা' ছবিটির পর আবারও বড়পর্দায় জুটি বাঁধলেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। সামনের বছরের গোড়াতেই মুক্তি পাচ্ছে তাঁদের ছবি 'নারী চরিত্র বেজায় জটিল'। এই ছবির প্রথম ঝলক কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম গান, 'কাঁটা ফুটেসে'। 

'কাঁটা ফুটেসে' গানটি কম্পোজ করেছেন বি শো। গেয়েছেন রুবাই এবং কম্পোজার নিজে। বলাই বাহুল্য, গানটি রোমান্টিক হলেও, আদ্যোপান্ত ডান্স নম্বর। বড়দিনের পার্টি হোক বা নিউ ইয়ারের, আসর জমিয়ে দেবে। মুম্বইয়ের স্টুডিওতে গানটির প্রোডাকশন করা হয়েছে। গানের তালে বিদেশের মাটিতে নেচেছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। থাইল্যান্ডে এই গানের শুটিং হয়েছে। নাচটি কোরিওগ্রাফ করেছেন ম্যাগি। 

'কাঁটা ফুটেসে' মুক্তি পেতেই নস্টালজিয়ায় ভাসছে দর্শক। তাঁদের মতে, ২০২৫ এ দাঁড়িয়ে অঙ্কুশ হাজরা ২০১৪ এর ভাইব ফিরিয়ে দিলেন। এখনকার বাংলা ছবিতে আর আগের মতো গানের সঙ্গে বিদেশের মাটিতে নাচতে, রোম্যান্স করতে দেখা যায় না অভিনেতা, অভিনেত্রীদের যেমনটা ২০১৩-১৪ সালে হতো। সেই পুরনো চেনা ভাইব ভরপুর রয়েছে এই গানে। 

এই গান প্রসঙ্গে অঙ্কুশ হাজরা বলেছেন, "গানটি অনেকটা নতুন বোতলে, পুরনো মদের মতো। এর একটা ক্যাচি হুক লাইন আছে। রোম্যান্টিক ফিল পাবেন দর্শকরা। বাংলা গানের সেই রঙিন দৃশ্য এখানে আবারও দেখা হবে। আমার মনে হয় দর্শকদের ভাল লাগবে।'' তাঁর অনুমান যে সত্যি সেটা কমেন্ট বক্সে চোখ রাখলেই বোঝা যাচ্ছে। কেউ লিখেছেন, 'অঙ্কুশদা বাণিজ্যিক ছবি কী করে বানাতে হয়, ভাল বোঝেন।' কেউ আবার লিখেছেন, 'ধুম, সঙ্গীত বাংলা দেখার দিনগুলো মনে পড়ে যাচ্ছে।'

'নারী চরিত্র বেজায় জটিল' ছবিটি প্রসঙ্গে বলতে গেলে আগামী ৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবিটি। সুমিত-সাহিল এই ছবির পরিচালনা করেছেন। অঙ্কুশ হাজরা এবং সানি ঘোষ রায় প্রযোজনার দায়িত্ব সামলেছেন। মুখ্য ভূমিকায় থাকবেন অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন। তাঁরা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দেবরাজ ভট্টাচার্য, নবনীতা মালাকার, সোহিনী সেনগুপ্ত, সোহাগ সেন, প্রমুখকে। প্রসঙ্গত, অঙ্কুশ-ঐন্দ্রিলাকে দর্শকরা এর আগে 'লাভ ম্যারেজ', 'মির্জা'র মতো ছবিতে জুটি বাঁধতে দেখেছেন।