সংবাদ সংস্থা মুম্বই: ঈদের আনন্দে বলিউড তারকারা ঝলমলে করে তুললেন সোশ্যাল মিডিয়া! একসঙ্গে মিলেমিশে উদ্যাপনের বার্তা ছড়িয়ে দিলেন তাঁরা। জানালেন হৃদয়মথিত শুভেচ্ছা। রমজান শেষে ঈদের দিনে তারকারা নিজেদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে ভক্তদের উদ্দেশে ভালবাসায় মোড়া বার্তা দিলেন।
গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া রাখলেন একদম সিম্পল কিন্তু গভীর এক বার্তা! ইনস্টাগ্রাম স্টোরিতে ঈদের বিশেষ মিষ্টির ছবি শেয়ার করে লিখলেন,“ঈদ মোবারক সবাইকে! আপনাদের জন্য রইল ভালোবাসা আর আলো।” 'দেশি গার্ল'-এর পোস্ট ছোট্ট হলেও তাতে উৎসবের উষ্ণতা ও আন্তরিকতা কিন্তু স্পষ্ট ।
সোনম কাপুর ও অর্জুন কাপুর ছোট্ট ‘ওয়ান লাইনার’ সুন্দর শুভেচ্ছা জানালেও, অনিল কাপুর লিখলেন গুছিয়ে — “আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করুন এবং আমাদের জীবন শান্তি, আনন্দ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন। চলুন, কৃতজ্ঞতা আর দয়ার সঙ্গে এই উৎসব উদ্যাপন করি।
ফরদিন খানের আবেগঘন পোস্ট নজর এড়ায়নি নেটপাড়ার বাসিন্দাদের। পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করলেন ফরদিন। মায়ের ও সন্তানদের সঙ্গে নিজস্বী পোস্ট করে ইনস্টাগ্রামে লিখলেন, “এই পবিত্র সময় আমাদের আত্মসংযম, আত্মত্যাগ ও মানসিক শান্তির গুরুত্ব শেখায়। এই ঈদ হোক নতুন আশা, গভীর উপলব্ধি আর ভালবাসার উৎস।”
