বলিউডে নতুন তারকাদের মধ্যে এখন অন্যতম আলোচ্য জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। তাঁদের রসায়ন শুধু সিনেমার পর্দাতেই নয়, ইদানীং বাস্তব জীবনেও চর্চার কেন্দ্রে রয়েছে। তাঁরা নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন! আর সেই গুঞ্জন আরও জোরালো হল। 
পরিচালক মোহিত সুরির ‘সইয়ারা’ ছবির নায়িকা অনীত পাড্ডা ছুঁলেন ২৩-এর চৌকাঠ। গত ১৩ অক্টোবর ছিল তাঁর জন্মদিন। কিন্তু উদ্‌যাপন শুরু হয়েছিল আগের রাতেই— ঝলমলে ব়্যাম্পে ! ল্যাকমে ফ্যাশন উইকের গ্র্যান্ড ফিনালেতে তারুণ তাহিলিয়ানির শোস্টপার হয়ে আত্মপ্রকাশ করলেন অ্যানিত। সেই ঝলকেই যেন জন্মদিনের উৎসবের প্রথম ঘণ্টা বেজে উঠেছিল।

এর পরেই আসে এক মিষ্টি সারপ্রাইজ— তাঁর সহ-অভিনেতা তথা ঘনিষ্ঠ বন্ধু আহান পাণ্ডে-র জন্মদিনের শুভেচ্ছা বার্তা। ইনস্টাগ্রামে আহান পোস্ট করেন একগুচ্ছ অদেখা ছবি— একটি কোল্ডপ্লে কনসার্টে তোলা, যেটিতে অ্যানিত ও অহান একসঙ্গে উচ্ছ্বসিত মুহূর্তে বন্দি। তাঁদের অনুরাগীরা, যারা সোশ্যাল মিডিয়ায় ‘অহনীত’ নামে ভালবেসে ডাকেন এই জুটিকে, বলছেন, “এর থেকে ভাল বার্থডে রিটার্ন গিফট আর হয় না!”

কিন্তু এখানেই শেষ নয়। অনীতের জন্মদিনের আসর থেকেও এখন বেরিয়ে এসেছে এক্সক্লুসিভ ভিডিও ও অদেখা কিছু ছবি, যা রীতিমতো ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, কালো পোশাকে ঝলমল করছেন অনীত, সামনে কেক, পাশে অহান। কেক কেটে নেওয়ার পর আহান নিজ হাতে এক চামচ কেক তুলে খাওয়াচ্ছেন অনীতকে, পরস্পরের চোখে চোখ রাখা সেই মিষ্টি মুহূর্ত যেন সোশ্যাল মিডিয়ায় নতুন ঝড় তুলেছে।

নেটিজেনরা তাঁদের ভিডিও ও ছবি দেখে নিশ্চিত যে 'সাইয়ারা' জুটি বাস্তবেও জড়িয়েছেন সম্পর্কে! 
একজন লিখেছেন, “এতটাও অভিনয় করা যায় না, ওরা নিশ্চয়ই ডেট করছে!”
আরেকজনের মন্তব্য, “আহানের ওই তাকানোটা! কেক খাওয়ানোর পর একদম সিনেমার মতো দৃশ্য।”
কারও কথায়, “শেষে অনীত লজ্জা পেয়ে গেল, ওঁদের রসায়ন একেবারে অফ দ্য চার্টস।”
আর একজন তো সরাসরি বলেই ফেললেন, “ও ঠিক চুমু খেতে যাচ্ছিল, কিন্তু লোকজন দেখে থেমে গেল।”

এই ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা - সত্যিই কি প্রেম করছেন অহান-অনীত?

এদিকে কাজের দিক থেকেও দু’জনেই খবরের শিরোনামে। অনীত পাড্ডা  সম্প্রতি কিয়ারা আডবানির জায়গায় মাডক ফিল্মসের শক্তি শালিনী ছবিতে সাইন করেছেন বলে খবর। অন্যদিকে, আহান পাণ্ডে  তৈরি হচ্ছেন শর্বরী ওয়াঘ-এর সঙ্গে একটি অ্যাকশন ছবির জন্য।

বলিউডের এই নতুন জুটি, অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, তাদের রসায়ন এখনই ভক্তদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে।