সংবাদ সংস্থা, মুম্বই: চাঁদের হাট ছিল আম্বানিদের বিয়েবাড়িতে। গত মার্চে প্রায় আস্ত বিটাউনই তল্পিতল্পা গুটিয়ে জামনগরের সেলিব্রেশনে উপস্থিত হয়েছিল। একইসঙ্গে কোমর দোলাতেও দেখা গিয়েছে বলিউডের তিন খান-শাহরুখ-সলমন-আমিরকে। শুধু নাচগানেই মঞ্চ মাতাননি, সঞ্চালনার দায়িত্বেও ছিলেন বলিউড বাদশা। রণবীরের হাত ধরে নেচেছেন দীপিকা। করিনা থেকে আলি ভাট, সকলেরই পারফরম্যান্স ছিল বিয়েতে। চুটিয়ে নাচতে দেখা গিয়েছে অনন্যা পাণ্ডেকেও। তবে এই সবকিছুর জন্য কি টাকা নিয়েছেন বলিউড তারকারা? আম্বানিদের বিয়ের পর এমনই গুঞ্জন উঠেছে। যা নিয়ে এবার মুখ খুললেন অনন্যা পাণ্ডে। 

আম্বানিদের বিয়েতে বলিপাড়ার উপস্থিতি নিয়ে নানা ফিসফাস শোনা যায়। কে কত টাকায় হাই প্রোফাইল বিয়েতে উপস্থিত হয়েছিলেন, নেটপাড়ায় তার হিসাব নিকেশও আসতে দেখা যায়। কিন্তু সেই দাবি একেবারে নস্যাৎ করে দিয়েছেন অনন্যা পাণ্ডে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে যোগদান নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। অনন্তর বরযাত্রীতে উদ্দাম নাচতে দেখা যায় অনন্যাকে। সেই প্রসঙ্গে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর অভিনেত্রী জোর গলায় বলেন যে অনন্ত এবং রাধিকা তাঁর বন্ধু। তাই বন্ধু বিয়েতেই গিয়েছিলেন তিনি। আম্বানিদের বিয়েতে টাকা নেওয়া নিয়ে যে গুজব ছড়িয়েছে তা একেবারে উড়িয়ে দিয়েছেন জাঙ্কি পাণ্ডের মেয়ে।  

অনন্যা বলেন, ‘ওরা আমার বন্ধু। আমি বুঝতে পারছি না মানুষ কেন এমন ভাবে। আমি আমার বন্ধুদের বিয়েতে আন্তরিকভাবে নাচব এটাই স্বাভাবিক। আমি প্রেম উদযাপন করতে ভালোবাসি।' এই প্রসঙ্গেই অনন্ত এবং রাধিকার সম্পর্ককে ‘বিশুদ্ধ প্রেম’ হিসাবে বর্ণনা করেছেন অনন্যা। অভিনেত্রীর কথায়, ‘বিয়েতে এত কিছু ঘটছিল, কিন্তু যখনই অনন্ত এবং রাধিকা একে অপরের দিকে তাকাচ্ছিলেন, তা ছিল শুধুই ভালবাসা। যেন তাঁদের পিছনে বেহালা বাজছিল। আমি এমন কিছু জীবনে চাই - যে চারপাশে যতই বিশৃঙ্খলা থাকুক না কেন, আপনি এবং সেই ব্যক্তিটি যোগাযোগ থাককে অটুট।’

সম্প্রতি নতুন ওয়েব সিরিজ 'কল মি বে'-তে বেশ সাফল্য পেয়েছেন অনন্যা। আগামী দিনে বিহান সামতের সঙ্গে থ্রিলার ছবি 'সিটিআরএল'-এ তাঁকে দেখা যাবে।