‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন ছবি। নামেই যখন ‘ভূত’, তখন আজব কাণ্ড ঘটবেই, এ আর নতুন কী! তেমনটাই ঘটেছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির শুটিং সেটেও। তবে ভূতের দাপট নয়, ছোট্ট এক ‘অতিথি’র দৌরাত্ম্যেই নাজেহাল হয়ে পড়েন অভিনেতা থেকে শুরু করে কলাকুশলী, সকলেই। একেবারে সামান্য জিনিস, কিন্তু তার জেরেই শুটিংয়ে তৈরি হয় হুলস্থুল পরিস্থিতি!
উত্তরবঙ্গের মনোরম পরিবেশে ছবির একটি অংশের শুটিং হয়েছে। শিল্পী ও কলাকুশলীদের আরাম-আয়েশ, থাকা-খাওয়ার ব্যবস্থায় কোনও খামতি রাখা হয়নি। তবু সেই ‘অতিথি’র উপদ্রব থেকে রেহাই মিলল না কারও। এমনকি তাকে বাক্সবন্দি করেও ভয় কমেনি একচুল! তাহলে সেই রহস্যময় কাণ্ডের নেপথ্যে ঠিক কী ছিল? রহস্যের পর্দা এবার তুলে ধরাই যাক।
পাহাড়ি এলাকায় জোঁকের দৌরাত্ম্যের কথা নতুন করে বলার কিছু নেই। নিঃশব্দে শরীরে উঠে পড়ে, কখন যে রক্ত চুষে ফুলে-ফেঁপে উঠেছে, টের পাওয়ার আগেই সর্বনাশ! ঠিক তেমন অভিজ্ঞতারই মুখোমুখি হতে হল ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শুটিং ইউনিটকে।
শুটিং চলাকালীন অযাচিত অতিথি হিসেবে হাজির হয়েছিল জোঁকের পুরো বাহিনী। শিল্পী থেকে কলাকুশলী, কারও রেহাই নেই। কখনও পায়ের পাতায়, কখনও হাতে বা গায়ে, চুপিচুপি রক্ত টেনে নিয়েছে তারা। পরিচালক অরিত্র থেকে শুরু করে কাঞ্চন মল্লিক, অনামিকা সাহা, মানসী সিনহা, জোঁকের জ্বালায় সকলেই কার্যত নাজেহাল। ভূতের ছবির সেটে ভূতের থেকেও ভয়ঙ্ক হয়ে উঠেছিল এই ছোট্ট পাহাড়ি ‘রক্তচোষা’ অতিথির দল!
শেষমেশ সেই অযাচিত অতিথিদের বাক্সবন্দী করে দেখাতে নিয়ে যাওয়া হয় অনামিকাকে। পর্দায় যতই দাপুটে খলচরিত্রে দেখা যাক না কেন, জোঁক দেখামাত্র শিউরে উঠেছেন তিনিও! তবে এই জোঁক-বিভ্রাটে থমকে যায়নি শুটিং। একে একে ‘অতিথি’দের বিদায় জানিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরেছে কাজ।
এই ছবির হাত ধরেই প্রথমবার ভৌতিক ঘরানায় পা রাখতে চলেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। রোমান্টিক হরর-কমেডির স্বাদে তৈরি এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সোহম মজুমদার, মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত ও স্বস্তিকা দত্ত। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ থাকবেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা,কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য উজান চট্টোপাধ্যায়,বিমল গিরি ও অপূর্ব বার। ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল তুঙ্গে। মুক্তি পাওয়া ট্রেলার ও গান দর্শকদের কাছ থেকে ভালো সাড়াও কুড়িয়েছে। সব মিলিয়ে সরস্বতী পুজোর দিন, ২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি।
