দু’দশক আগে, ২০০৪ সালে বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ছবি ‘ম্যায় হুঁ না’। ছবিতে শাহরুখের বিপরীতে দেখা গিয়েছিল সুস্মিতা সেন। গুরুত্বপূর্ণ চরিত্রে হাজির হয়েছিলেন জায়েদ খান এবং অভিনেত্রী আমৃতা রাও। ফারাহ খানের পরিচালিত সেই জনপ্রিয় ছবিতে বহু গুরুত্বপূর্ণ দৃশ্যে একসঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন শাহরুখ-অমৃতা । সম্প্রতি, রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে অমৃতা জানালেন, কীভাবে শাহরুখের উৎসাহ ও শেখানো উপদেশ আজও পথ দেখায় তাঁকে।
আমৃতার কথায়, “ ‘ম্যায় হুঁ না’ দফায় দফায় শুট হয়েছিল। তখন শাহরুখ তখন অন্য একটি ছবির শুটিং করছিলেন। তখন তিনি আমায় ও আমার মাকে ডেকে পাঠালেন। তখনই আমাকে তিনি বলেছিলেন, ‘তোমার মধ্যে তারকা হওয়ার গুণ আছে’।”

শুধু তাই নয়, শাহরুখ তাঁকে নাকি এক বিশেষ পরামর্শও দিয়েছিলেন। অমৃতার কথায়—“ শাহরুখ আমাকে পরামর্শ দিয়েছিলেন –‘২০০টা ছবিতে কাজ করার প্রস্তাব পাবে তুমি, কিন্তু করতে হবে মাত্র দুটো। আর সেই দু’টো ছবির মধ্যে অন্তত একটি যেন এমন ছবি হয়, যার জন্য দর্শক অপেক্ষা করবে।’” অমৃতার দাবি, শাহরুখের এই কেরিয়ার-মন্ত্রই তাঁর ছবি বাছাই করার প্রধান নীতি হয়ে দাঁড়ায়। সেই কারণেই এতদিন তিনি ছবির পছন্দে ছিলেন অত্যন্ত খুঁতখুঁতে।
শাহরুখ সম্পর্কে আরও একটি অভিজ্ঞতা ভাগ করে নেন আমৃতা। বললেন, “তিনি সেটে সবার প্রতি লক্ষ্য রাখতেন, বিশেষ করে আনকোরা অভিনেতা-অভিনেত্রীদের প্রতি। যাতে কারও অসুবিধে, অস্বস্তি না হয়। আমাদের মধ্যে যারা নতুন ছিল, তাদের নার্ভাসনেস পর্যন্ত শুষে নিতেন। তাঁর সঙ্গে শুটিং করলে প্রথম টেকই সেরা হতো। দ্বিতীয় টেকের প্রয়োজনই হতো না। কারণ এতটাই স্বচ্ছন্দ করে দিতেন তিনি আমাদের। ”

শাহরুখ খানকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছে ২০২৩ সালে – ‘পাঠান’, ‘জওয়ান’ আর ‘ডাঙ্কি’র মতো জনপ্রিয় সব ছবিতে। বর্তমানে বাদশা ব্যস্ত সিদ্ধার্থ আনন্দের ছবি ‘কিং’-এর কাজে, যেখানে থাকছেন মেয়ে সুহানা খান ও অভিষেক বচ্চন। এ বছরই জওয়ান-এর জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন কিং খান। অন্যদিকে, আমৃতা রাওকে সম্প্রতি দেখা গিয়েছে অক্ষয় কুমার, আরশাদ ওয়ার্সি এবং হুমা কুরেশির সঙ্গে ‘জলি এলএলবি ৩’-তে।
প্রসঙ্গত, মঙ্গলবার নতুন দিল্লিতে ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর বসে। সেখানেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেরা অভিনেতার পুরস্কার পুরস্কার গ্রহণ করেন শাহরুখ খান। বলিউডের ‘বাদশা’র তিন দশকের অভিনয় জীবনের সবচেয়ে স্মরনীয় পুরষ্কার বোধহয় এই পুরস্কার। সেই জাতীয় পুরস্কার পেতে যারপরনাই অভিভূত অভিনেতা এবং তাঁর পরিবার। ভক্তকুল তো বটেই, পুরষ্কার জয়ের অভিনন্দন আসছে বলি পাড়ার বহু তারকার কাছ থেকেও। তবে এবার অভিনন্দন বার্তা এল নিজের স্ত্রীর থেকে। ফেসবুকে শাহরুখের পুরস্কার প্রাপ্তির ছবি পোস্ট করে আবেগঘন পোস্ট লিখলেন শাহরুখ-পত্নী গৌরী খান। গৌরী নিজের পোস্টে লিখেছেন, “কী অসাধারণ এক পথচলা তোমার, শাহরুখ। জাতীয় পুরস্কার জেতার জন্য অনেক অভিনন্দন!!! তুমিই এর যোগ্য প্রাপক... এটা তোমার বহু বছরের কঠোর পরিশ্রম এবং সাধনার ফল। এখন আমি এই পুরস্কার রাখার জন্য একটি বিশেষ তাক তৈরি করে দেব।” প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল গৌরীর পোস্ট। ইতিমধ্যেই প্রায় ৮০ হাজার মানুষ পছন্দ করেছেন পোস্টটি। মন্তব্যের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন হাজার হাজার নেটিজেন।
