কের থেকে দুই ভাল। দুইয়ের থেকে তিন। বলিউডের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে এমনটা বললে মন্দ হয় না। তিন প্রজন্মের তিন সুপারস্টারকে একসঙ্গে দেখা যেতে পারে এই অ্যাকশন-থ্রিলারে। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন তেমনই।
জন্মলগ্ন থেকেই ‘ডন ৩’-কে ঘিরে উত্তেজনা থামেনি। রণবীর সিংকে নতুন ডন হিসাবে ঘোষণা করার পর থেকে ছবির কাস্টিং আর পরিসর নিয়ে নানা জল্পনা চলছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগের দুই ডন—অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকেও এই তৃতীয় কিস্তিতে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
বলিউডের আনাচ-কানাচে ফিসফাস, অমিতাভ এবং শাহরুখ দু’জনেই প্রস্তাবটি ভেবে দেখছেন। এখনও যদিও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে তিন প্রজন্মের ডনকে একসঙ্গে পর্দায় দেখার সম্ভাবনা ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি করেছে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে এই প্রথম অমিতাভ, শাহরুখ এবং রণবীর একসঙ্গে একই সিনেমায় কাজ করবেন।
‘ডন ৩’-কে ঘিরে নানা ধরনের গুঞ্জন বহুদিন ধরেই চলছে। গল্পের প্লট কেমন হবে, শাহরুখ তাঁর ব্যাটন হস্তান্তরের পর আবারও কি ডনের চরিত্রে ফিরবেন, এসব প্রশ্নেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ২০০৬ সালে ফ্র্যাঞ্চাইজিটি রিবুট করা ফারহান আখতার এবারও চিরাচরিত ছক ভাঙার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে। নতুন অধ্যায়টিকে ইতিমধ্যেই আরও বড় এবং সাহসী হিসোবে বর্ণনা করা হচ্ছে।
বলিউডের ইতিহাসে যে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির আলাদা গুরুত্ব রয়েছে, তা আলাদা করে বলে দিতে হয় না। ১৯৭৮ সালে চন্দ্রা বারোট পরিচালিত কাল্ট ক্লাসিকে অমিতাভ ডনের চরিত্রকে স্মরণীয় করে তোলেন। এরপর ২০০৬ এবং ২০১১ সালে শাহরুখ নতুন প্রজন্মের জন্য এই চরিত্রকে আবারও জীবন্ত করে তুলেছিলেন অভিনয়ের জাদুকাঠি ছুঁইয়ে। আর এবার নতুন অধ্যায়ে সেই ধারা বজায় রাখার প্রস্তুতি নিচ্ছেন রণবীর।
শাহরুখের পরবর্তী ছবি ‘কিং’। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় প্রথম বার মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করবেন তিনি। সঙ্গে থাকবেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, অভয় ভার্মা এবং রাঘব জুয়ালের মতো তারকারা। ২০২৬-এ মুক্তির লক্ষ্যে তৈরি হচ্ছে অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবি।
বিলম্ব সত্ত্বেও, ‘কিং’কে ঘিরে গুঞ্জন ক্রমশ বেড়েই চলেছে। জানা গিয়েছে, ছবিতে শাহরুখ এমন একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শক।
‘ধুরন্ধর’ নিয়ে ফেরার প্রস্তুতি রণবীরের। আদিত্য ধরের ভাবনায় এই সিনেমায় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। সিনেমার প্রেক্ষাপট এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি তবে কানাঘুষো পকিস্তানে ভারতের স্পেশাল এজেন্টের আবর্তেই গল্প বুনেছেন পরিচালক।
অমিতাভকে দেখা যেতে পারে হলিউডের জনপ্রিয় ছবি ‘দ্য ইন্টার্ন’-এর পুনর্নির্মাণে। রবার্ট ডি নিরো অভিনীত চরিত্রটি পর্দায় তুলে ধরবেন বর্ষীয়াণ অভিনেতা।
