বয়সের ভার হোক কিংবা অসুস্থতা, কোনও কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। ৮২ বছর বয়সেও পুরোদমে চলছে অভিনয়, সঞ্চালনার কাজ। গুরুতর অসুখকে জয় করে আজও একইরকমভাবে অনুরাগীদের মন জয় করে চলেছেন অমিতাভ বচ্চন। তাঁর জীবনকথা অগুনতি মানুষের কাছে অনুপ্রেরণা।
বলিউডের শাহেনশাহ সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁর শারীরিক সমস্যার অজানা অধ্যায় তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, একসময় হেপাটাইটিস বি তাঁর লিভারের প্রায় ৭৫ শতাংশ নষ্ট করে দিয়েছিল। শুধু তাই নয়, টিউবারকুলোসিস (টিবি)-র মতো কঠিন অসুখের সঙ্গেও তাঁকে লড়াই করতে হয়েছিল।
১৯৮২ সালে কুলি ছবির শুটিংয়ের সময় গুরুতর দুর্ঘটনায় আহত হন অমিতাভ। তাঁর জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন হলে প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবী এগিয়ে আসেন। তবে তাঁদের মধ্যে একজনের রক্তে ছিল হেপাটাইটিস বি ভাইরাস। তখন বিষয়টি ধরা না পড়লেও, সেই ভাইরাস ধীরে ধীরে তাঁর শরীরে ছড়িয়ে পড়ে।
২০০৫ সালে ‘বিগ বি’র এক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় চমকে ওঠেন চিকিৎসকেরা। জানা যায়, ভাইরাসের কারণে তাঁর লিভারের ৭৫ শতাংশই নষ্ট হয়ে গেছে। কার্যত মাত্র ২৫ শতাংশ সুস্থ লিভার নিয়েই তিনি আজও কাজ চালিয়ে যাচ্ছেন। বচ্চনের কথায়, “সময়ে সময়ে স্বাস্থ্য পরীক্ষা করানো খুব জরুরি। অবহেলা করলে বিপদ হতে পারে।”

অমিতাভ আরও জানান, ২০০০ সালে তাঁর মেরুদণ্ডে টিবি ধরা পড়ে। সে সময় প্রচণ্ড ব্যথায় তিনি ঠিকমতো বসতে বা শুতে পারতেন না। কাজ চালানোর জন্য প্রতিদিন তাঁকে ৮-১০টি ব্যথানাশক ওষুধ খেতে হত। দীর্ঘ এক বছরের চিকিৎসার পর তিনি সুস্থ হন।যদিও সুস্থতার জন্য তিনি জীবনযাপন বদল এনেছেন। আমিষের পরিবর্তে বর্তমানে অমিতাভ নিরামিষ খাবারই বেশি। সঙ্গে মদ্যপান, ধূমপানও তিনি পুরোপুরি ত্যাগ করেছেন।
প্রসঙ্গত, অমিতাভকে পরবর্তীতে ঋভু দাশগুপ্তের ‘সেকশন ৮৪’-এ দেখা যাবে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করবেন ডায়ানা পেন্টি, নিমরত কৌর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবিটি মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এছাড়াও, অভিনেতাকে নাগ অশ্বিনের সায়েন্স ফিকশন-অ্যাকশন 'কল্কি ২৮৯৮ এড'-এর সিক্যুয়েলে আবারও পর্দায় অশ্বত্থামার ভূমিকায় দেখবে দর্শক। তাঁকে সঙ্গ দেবেন প্রভাস , কমল হাসান এবং দীপিকা পাড়ুকোন। সিক্যুয়েলের নির্মাণ কাজ এই বছরের ডিসেম্বরে শুরু হবে বলে খবর।
অন্যদিকে, জনপ্রিয় হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর রিমেকেও থাকবেন অমিতাভ। ২০১৫ সালের হলিউডের ‘অ্যান হ্যাথাওয়ে’ এবং ‘রবার্ট ডি নিরো’ অভিনীত ছবিটির উপর ভিত্তি করে তৈরি, ২০২০ সালে দীপিকার কেএ প্রোডাকশনস এর স্বত্ব অর্জনের পর থেকে একাধিক ধাক্কার সম্মুখীন হয়েছে। প্রাথমিকভাবে রবার্ট ডি নিরো অভিনীত চরিত্রে ঋষি কপুরের করার কথা ছিল। তাঁর মৃত্যুর পর সেই জুতোয় পা গলাবেন বিগ বি।
