সাতের দশক। বলিউডের অ্যাংরি ইয়ং ম্যান-এর তকমা পেয়েছিলেন অমিতাভ বচ্চন। পর্দায় দীর্ঘদেহী, সুঠাম চেহারার যুবকের গাম্ভীর্য মন জয় করেছিল দর্শকের। এর পর পেরিয়েছে কয়েক দশক। সেই যুবক এখন ৮২-র বৃদ্ধ। বয়সের ভারে অনেকটাই ন্যুব্জ। অতীতের সেই শক্তি, মেজাজ এখন খানিক আবছা। নিজের শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা।

১৭ আগস্ট, রবিবার নিয়ম মেনেই বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ। তারপরেই ব্লগে লেখেন তাঁর দৈনন্দিন জীবনের নানা পরতের কথা। অভিনেতা লেখেন, ‘শরীর ক্রমাগত ভারসাম্য হারাচ্ছে। সেটাকে ঠিক রাখতে এবং সারিয়ে তুলতে পরিশ্রম করতে হয়।’

দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলি করতেও বেগ পেতে হয় এখন। তেমনই জানিয়েছেন অমিতাভ। তিনি মনে করেছিলেন, কয়েক বছর আগে যে কাজগুলি করতেন, সেগুলি নতুন করে শুরু করা খুব কঠিন হবে না। তবে সময় তাঁকে ভুল প্রমাণ করেছে। একদিন কোনও কারণে চর্চার বাইরে থাকলেও ব্যথা বশ করে ফেলে শরীরকে। হাঁটাচলাও কঠিন হয়ে পড়ে। এমনকি, পায়ে ট্রাউজাটুকু গলাতেও সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি জানান, চিকিৎসক তাঁকে কোথাও একটা বসে ট্রাউজার পরার উপদেশ দিয়েছেন।

অমিতাভ লেখেন, ‘এগুলো বিশ্বাস করতে পারি না। মনে মনে হাসি। তারপর বুঝি ওঁরাই ঠিক বলছেন।’ বাড়িতে চলাফেরার সময় শরীরের ভারসাম্য ঠিক রাখতে পদে পদে থাম ধরতে হয় তাঁকে। মেঝেতে পড়ে যাওয়া কাগজটুকু তোলাও যেন কষ্টসাধ্য।

জীবনের এই পরিবর্তনকে মেনে নিয়েছেন অমিতাভ। তাঁর স্বীকারোক্তি, ‘কিন্তু আমি আপনাদের বলতে চাই, এটা আমাদের সকলের জীবনেই ঘটবে.. আমি চাই এমন যেন না হয়.. কিন্তু সময়ের সঙ্গে এটা হবে.. আমরা যেদিন এই পৃথিবীতে আসি, সেদিনই অধঃপতনের দিকে এগিয়ে যাই.. জন্মের সময় থেকেই পতনের প্রবণতা শুরু হয়... দুঃখজনক.. কিন্তু এটাই জীবন এবং জীবনের বাস্তবতা...’।

অমিতাভকে পরবর্তীতে ঋভু দাশগুপ্তের সেকশন ৮৪-এ দেখা যাবে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করবেন ডায়ানা পেন্টি, নিমরত কৌর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এছাড়াও, অভিনেতাকে নাগ অশ্বিনের সায়েন্স ফিকশন-অ্যাকশন 'কল্কি ২৮৯৮ এড'-এর সিক্যুয়েলে অশ্বত্থামার ভূমিকায় আবারও দেখা যাবে।  তাঁর সঙ্গ দেবেন প্রভাস , কমল হাসান এবং দীপিকা পাড়ুকোন। সিক্যুয়েলের নির্মাণ কাজ এই বছরের ডিসেম্বরে শুরু হবে।

নপ্রিয় হলিউড ছবি দ্য ইন্টার্নের রিমেকেও দেখা যাবে অমিতাভকে। ২০১৫ সালের হলিউডের অ্যান হ্যাথাওয়ে এবং রবার্ট ডি নিরো অভিনীত ছবিটির উপর ভিত্তি করে তৈরি, ২০২০ সালে দীপিকার কেএ প্রোডাকশনস এর স্বত্ব অর্জনের পর থেকে একাধিক ধাক্কার সম্মুখীন হয়েছে। প্রাথমিকভাবে, রবার্ট ডি নিরো অভিনীত চরিত্রে ঋষি কপুরের করার কথা ছিল। তাঁর মৃত্যুর পর সেই জুতোয় পা গলাবেন বিগ বি।