সংবাদসংস্থা মুম্বই: বহুদিন ধরেই বলিউডে গুঞ্জন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই-এর বিচ্ছেদ নিয়ে। ঐশ্বর্যর নাম থেকে বচ্চন পদবি সরানোর পর এই গুঞ্জন আরও জোরালো হয়েছিল। এমনকী, অভিষেক বচ্চনের সঙ্গে নামও জড়িয়ে যায় নিমরত কৌরের ৷


জানা গিয়েছিল, মেয়ে আরাধ্যাকে নিয়ে এখন বচ্চন পরিবারের থেকে আলাদা থাকেন রাই সুন্দরী। কিন্তু দাম্পত্যে গোলযোগ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি দু'জনের কাউকেই। কিন্তু সেই সব গুজব এক লহমায় শেষ করে দিলেন জুটিতে ৷ 


বিচ্ছেদের গুঞ্জন সরিয়ে ফের একসঙ্গে ধরা দিলেন জুটিতে ৷ এখন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেইসব ছবিও ৷ যেখানে অভিষেক-ঐশ্বর্যর সঙ্গে দেখা গিয়েছে, অভিনেত্রীর মা বৃন্দা রাইকেও ৷ হাসিখুশি এই ছবি দেখে বোঝার উপায় নেই যে তাঁদের মধ্যে কোনও দূরত্ব তৈরি হয়েছে ৷ এক অনুষ্ঠানে দুই তারকাকে নিজস্বী নিতে দেখা গিয়েছে ৷ 


জানা গিয়েছে, প্রযোজক অনু রঞ্জনের দেওয়া পার্টিতে একঝাঁক তারকা নিমন্ত্রিত ছিলেন ৷ সেখানেই উপস্থি হন অভিষেক-ঐশ্বর্য ৷ সূত্রের খবর, সারা রাতের এই পার্টিতে একে অপরের সঙ্গ ছাড়েন নি তারকা জুটি ৷


তবে কি অভিমানের বরফ গলল তাঁদের মধ্যে? দূরত্ব ভুলে কাছাকাছি এলেন অভিষেক-ঐশ্বর্য? অনুরাগীদের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।