নিজস্ব সংবাদদাতা, মুম্বই: বহুদিন ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই-এর বিচ্ছেদ নিয়ে বলিউডে চলছে জোর গুঞ্জন। অভিষেকের সঙ্গে নিমরত কৌরের পরকীয়ার অভিযোগ থেকে ঐশ্বর্যর নাম থেকে বচ্চন পদবি সরানো, জোরালো করেছে সব গুঞ্জন। তবে এসবের মাঝেই বচ্চন দম্পতির মান অভিমানের বরফ নাকি গলেছে। সম্প্রতি এক বিয়ে বাড়িতে অভিষেক-ঐশ্বর্যকে কাছাকাছি আসতে দেখা গিয়েছে। আর এর মাঝেই কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন তাঁরা? মুখ খুললেন জুনিয়র বচ্চন। 

তারকাদের বিবাহ বিচ্ছেদের খবর আকছারই সামনে আসে। সেই তালিকায় অ্যাশ-অভিষেকের সংযোজন হওয়া নিয়ে রীতিমতো ঘুম উড়েছিল অনুরাগীদের। শোনা গেছিল, বচ্চন পরিবারের সঙ্গে থাকছেন না ঐশ্বর্য। কিন্তু বেশ কয়েকদিন আগে মুম্বইয়ের অনুষ্ঠানে স্বামী অভিষেকের সঙ্গে হাতে হাত রাখে হাজির হতেই বিচ্ছেদের সব গুঞ্জনে জল ঢেলে দেন রাই সুন্দরী।

২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঐশ্বর্য। ২০১১ সালের ১৬ নভেম্বর জন্ম হয় আরাধ্যার। প্রথম সন্তানের ১৩ বছর পর বলিউডের অন্যতম চর্চিত জুটির ঘরে আসতে চলেছে নতুন অতিথি? অভিষেককে এই প্রশ্নই করেছিলেন অভিনেতা রীতেশ দেশমুখ তাঁর চ্যাট শো, 'কেস তো বানতা হ্যায়'-তে। রীতিমতো লজ্জায় লাল হয়ে জবাব দেন ‘আই ওয়ান্ট টু টক’ অভিনেতা। 

বন্ধু অভিষেককে রীতেশ জিজ্ঞেস করেন, 'অমিতাভ, ঐশ্বর্য, আরাধ্যা সহ আপনার নামও 'এ' অক্ষর দিয়ে শুরু হয়। তাহলে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চনের নয় কেন?' উত্তরে 'ধুম'-র অভিনেতা বলেন, 'এটাই যেন প্রথা হয়ে গিয়েছে। পরবর্তী প্রজন্ম এলে হয়তো বদলে যাবে।’ আর তখনই মাঝপথে অভিষেককে থামিয়ে রীতেশ বলেন, ‘আরাধ্যার পরে তাহলে নতুন অতিথি আসছে?’ বেশ লাজুক সুরে অভিষেক উত্তর দেন, ‘না, এখন আর নয়। আমার বয়সটা তো খেয়াল রাখো'।

শোনা গিয়েছে নাকি 'গ্রে ডিভোর্স'-এর পথে হাঁটছেন অভিষেক-ঐশ্বর্য। দীর্ঘদিন বিবাহিত সম্পর্কে থাকার পর কোনও দম্পতি যদি বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়, সেই প্রক্রিয়াকে 'গ্রে ডিভোর্স' বলা হয়। এক্ষেত্রে অভিষেক-ঐশ্বর্যর বিয়ের বয়স প্রায় ১৬। তাঁরাও নাকি এই পথেই হাঁটছেন।  তবে আপাতত সেই সমস্ত জল্পনার খানিকটা থিতু হয়েছে বলেই মত অনুরাগীদের।