নিজস্ব সংবাদদাতা, মুম্বই: অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের বিচ্ছেদ নিয়ে সরগরম বলিপাড়া। কান পাতলেই বচ্চন পরিবারের ভাঙনের খবর শোনা যাচ্ছে। খুব শীঘ্রই নাকি অভিষেকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হতে চলেছে ঐশ্বর্যর। কখনও নিমরত কৌরের সঙ্গে অভিষেকের পরকীয়া, আবার কখনও শ্বশুরবাড়ির সঙ্গে ঐশ্বর্যর সম্পর্কে ছেদ, নেপথ্যে উঠে এসেছে একাধিক কারণ। চতুর্দিকে যখন বলিউডের ওই 'পাওয়ার কাপল'-এর বিয়ে ভাঙার খবরে শোরগোল, ঠিক তখনই অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের নয়া মোড়ের ইঙ্গিত মিলল। 

শোনা যায়, বহু বছর ধরে নাকি কথা বন্ধ রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন আর জয়া বচ্চনের। আর এসবের বেশিরভাগটাই নাকি শুরু হয়েছে বচ্চন পরিবারের মেয়ে শ্বেতা শ্বশুরবাড়ি ছেড়ে পাকাপাকিভাবে বাপের বাড়ি চলে আসার পর থেকে। শ্বেতার সঙ্গে খুব একটা মধুর সম্পর্ক নেই ঐশ্বর্যর। কিন্তু এসবই কি শুধুই গুঞ্জন! যদিও এনিয়ে বচ্চন পরিবারের সদস্যরা মুখে কুলুপ এঁটেছেন। আর এবার তারকা দম্পতির বিচ্ছেদের জল্পনার মাঝেই নয়া সমীকরণ ধরা পড়ল।

সম্প্রতি ঐশ্বর্যর ভাই আদিত্য রাইয়ের স্ত্রী শ্রীমা রাইকে ফুলের তোড়া পাঠিয়েছেন শ্বেতা বচ্চন ও তাঁর স্বামী নিখিল নন্দা। সমাজ মাধ্যমে পোস্টের মাধ্যমে এবিষয়ে জানিয়েছেন শ্রীমা। যদিও আচমকা এই উপহারের কারণ খোলসা করেননি তিনি। তবে ঐশ্বর্যের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জনের মাঝে শ্বেতার এই পদক্ষেপ নিয়ে যে নেটপাড়ায় বেশ চর্চা শুরু হয়েছে, তা বলাই বাহুল্য।

গত বছর থেকেই অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। বলিপাড়ার খবর, সমস্যা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ঐশ্বর্য মেয়েকে নিয়ে আলাদা থাকেন। তবে কি এবার মান-অভিমানের বরফ গলেছে!