২০২৩ সালে ‘গদর ২’-এর সাফল্যের মাধ্যমে দুর্দান্ত কামব্যাক করেছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। তবে তিনি যে শুধু অনুরাগীদেরই প্রিয়, তা নয়, পাপারাজ্জিদের কাছেও তিনি যে বিশেষ আদরের, তার প্রমাণ মিলল সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিওতে। 'কহো না… প্যায়ার হ্যায়' খ্যাত এই অভিনেত্রীকে সম্প্রতি ক্যামেরাবন্দি করেন ফটোগ্রাফাররা। তবে সেদিন লাইমলাইট কাড়ল শুধু তাঁর লুক নয়, বরং পাপারাজ্জিদের সঙ্গে তাঁর স্বতঃস্ফূর্ত কথোপকথন।

 

ভাইরাল ভিডিওতে আমিশাকে দেখা যায় সোনালি ঝলমলে অফ-শোল্ডার গাউনে-সামনে স্লিট, পরিপাটি বান আর হালকা গয়নায় সাজ সম্পূর্ণ। গ্ল্যামারের দিক থেকে তিনি যেমন নজরকাড়া, তেমনই মন্তব্যের ঘরে আলোড়ন তুলেছে তাঁর ব্যক্তিত্ব। ভিডিওর এক পর্যায়ে ভুলবশত একজন পাপারাজ্জি আমিশাকে ‘জয়া বচ্চন’ বলে সম্বোধন করেন। কিন্তু বিষয়টিকে মোটেই অস্বস্তিকর না করে হাসিমুখে আমিশার রসিক জবাব,“মেরে অমিতাভ বচ্চন কহাঁ হ্যায়?” অর্থাৎ, “আমার অমিতাভ বচ্চন কোথায় গেল?” মুহূর্তেই পরিবেশ হালকা হয়ে যায়।

 

এরপর প্রসঙ্গ আসে জয়া বচ্চনের সাম্প্রতিক ভাইরাল মন্তব্য নিয়ে, যেখানে তিনি পাপারাজ্জিদের পোশাক ও আচরণ নিয়ে কটাক্ষ করেছিলেন। এই স্পর্শকাতর বিষয়েও আমিশার বক্তব্য ছিল পরিমিত ও ভদ্র। তিনি বলেন, “সবার নিজের মতামত আছে, জয়ারও আছে। কিন্তু আমি আপনাদের সবাইকে খুব ভালবাসি। মিডিয়াকে আমি ভালবাসি। আপনারা খুব পরিশ্রম করেন, আপনারা দারুণ।”

 

আমিশার এই মন্তব্য নেট মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ লেখেন, “সবসময়ের মতোই ও দারুণ।” আবার কেউ তাঁকে “সবচেয়ে সুন্দর ও প্রতিভাবান অভিনেত্রী” বলে প্রশংসা করেন। কেউ বলেন, “খুব সুন্দর লাগছে।” যদিও কিছু নেটিজেন বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টাও দেখেছেন, তবে বেশিরভাগ মন্তব্যই ছিল আমিশার ব্যবহার ও বিনয়ের প্রশংসায় ভরপুর। “পাপারাজ্জিদের এভাবেই সম্মান করতে হয়,”এমন মন্তব্যও চোখে পড়েছে।

 

প্রসঙ্গত, একটি অনুষ্ঠানে কথোপকথনের সময় জয়ার কাছে প্রশ্ন রাখা হয় পাপারাজ্জিদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। উত্তরে তিনি স্পষ্ট ভাষায় বলেন, তাঁর সঙ্গে পাপারাজ্জিদের সম্পর্ক “শূন্য”। জয়া বলেন, “আমি মিডিয়ারই তৈরি।  আমি তো মিডিয়া থেকেই এসেছি। আমার বাবা ছিলেন সাংবাদিক। এমন মানুষের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। আর এরা কারা? এরা কি এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করার মতো প্রশিক্ষিত? এদের আপনি মিডিয়া বলেন?”কিন্তু এই বক্তব্যের পরেই জয়া যা বলেন, তা নিয়েই শুরু হয় তীব্র বিতর্ক। তিনি বলেন,“কিন্তু বাইরে যারা ড্রেনপাইপ টাইট, নোংরা প্যান্ট পরে, হাতে মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকে, তারা ভাবে হাতে শুধু মোবাইল থাকলেই যে কারও ছবি তুলতে পারে, যা খুশি বলতে পারে। কী ধরনের মন্তব্য করে এরা! এরা কারা? কোথা থেকে আসে? কী শিক্ষা? কোন পরিবেশ থেকে উঠে আসে?” এই মন্তব্য ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র বিতর্ক।

এই আবহে বলিউডে আমিশা প্যাটেলের এই ভিন্ন সুর। বিতর্ক নয়, বরং সৌজন্য আর শ্রদ্ধার, তাঁকেই আবার আলোচনার কেন্দ্রে এনে দিল।