সংবাদ সংস্থা মুম্বই: ‘পুষ্পা’ ছবিখ্যাত দক্ষিণী তারকা আল্লু অর্জুন হঠাৎই পৌঁছে গেলেন আমির খানের মুম্বইয়ের বাড়িতে। সমাজমাধ্যমে এই দুই তারকার ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল। এক ফ্যান পেজের শেয়ার করা ফ্রেমে আল্লুকে দেখা যাচ্ছে সাদা টি-শার্ট, ব্ল্যাক প্যান্ট আর ট্রেন্ডি চেন পরে একেবারে কুল লুকে। পাশে নীল প্রিন্টেড কুর্তায় সাদামাটা ভঙ্গিতে ক্যামেরাবন্দি আমির। কিন্তু এই সৌজন্য সাক্ষাৎ কি নিছকই আলাপচারিতা? না কি বলিউডের দুই ভিন্ন ধারার ছবির দুই তারকা জুটি বাঁধতে চলেছেন এক হাই-ভোল্টেজ প্রোজেক্টে? জনতামহলে এইমুহূর্তে ঘুরছে এই বড় প্রশ্ন!
Recent #AlluArjun ❤️ pic.twitter.com/JP2GIIp8cE
— Bunny - Youth Icon Of India (@BunnyYouthIcon)Tweet by @BunnyYouthIcon
তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘পুষ্পা: দ্য রুল’-এর পর এখন আল্লু অর্জুন ব্যস্ত পরিচালক অ্যাটলির সঙ্গে তাঁর পরবর্তী ছবি 'AA22XA6'-এর প্রস্তুতিতে। ফিজিক্যাল ট্রান্সফরমেশনের জন্য ইতিমধ্যেই তারকা ফিটনেস ট্রেনার লয়েড স্টিফেন্সের সঙ্গে জোরকদমে ট্রেনিং শুরু করে দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ইঙ্গিত মিলেছে লয়েডের পোস্ট করা একটি নিজস্বীতে।
অন্যদিকে, আমির খানও নতুন মিশনে। ২০০৭ সালে মুক্তি পাওয়া তাঁর অভিনীত ছবি তারে জমিন পর-এর সিক্যুয়েল সিতারে জমিন পর নিয়ে ফিরছেন তিনি। সম্প্রতি, ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন অভিনেতা, যেখানে আমির ছাড়াও দেখা গেছে ১০ জন নতুন মুখকে। পরিচালনায় রয়েছেন আর প্রসন্ন। ছবিতে আমিরের বিপরীতে দেখা যাবে জেনেলিয়া ডি’সুজা-কে। ছবিটি মুক্তি পাবে আগামী ২০ জুন।
এমন সময় আল্লু-আমির বৈঠক ঘিরে আরও গাঢ় হচ্ছে রহস্যের ঘনঘটা। জোর জল্পনা, তাহলে কি এই ছবি নতুন কোনও প্যান ইন্ডিয়া তারকাখচিত ছবির সূচনার ইঙ্গিত? না কি এই দুই তারকাকে যৌথ প্রযোজনায় দেখা যাবে? আপাতত কোনও জবাব নেই।
