সংবাদ সংস্থা মুম্বই: শেষমেশ সব গুঞ্জনে ইতি—এবার পাকাপাকি ঘোষণা! একসঙ্গে আসছেন আল্লু অর্জুন ও অ্যাটলি । ‘এএ২২xএ৬’ নামে অস্থায়ীভাবে নামকরণ হওয়া এই সুপার-প্রজেক্টের ঘোষণা এল মঙ্গলবার, আল্লু অর্জুনের জন্মদিনে। সান পিকচার্সের ব্যানারে, আগস্ট ২০২৫-এ শুটিং শুরু হবে এই সাই-ফাই অ্যাকশন ছবির। আর ছবির বাজেট শুনলেই চোখ কপালে ওঠে—৮০০ কোটি! রাজামৌলির ‘এসএমবি ২৯’-এর পর, এটিই ভারতীয় সিনেমার দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল ছবি।

তারকা পারিশ্রমিকেও রয়েছে হাই ভোল্টেজের ছোঁয়া। এ ছবির জন্য আল্লু অর্জুন পাচ্ছেন চোখধাঁধানো ১৭৫ কোটি টাকা, সঙ্গে রয়েছে ছবির ১৫% প্রফিট শেয়ার! আর পরিচালক অ্যাটলি যাঁর এটা ষষ্ঠ ছবি, পারিশ্রমিক হিসাবে তিনি নিচ্ছেন পুরোপুরি ১০০ কোটি টাকা। পরিচালক হিসাবে তাঁর স্টারডমও বুঝিয়ে দিল এই চুক্তি। তবে ছবির ভিএফএক্সেই বাজেটের অর্ধেকের বেশি খরচ হচ্ছে! ২০০ কোটির প্রোডাকশন খরচ ছাড়িয়ে, ২৫০ কোটির ভিএফএক্স ক্যানভাস তৈরি হচ্ছে, যা বলিউড-দক্ষিণী ইন্ডাস্ট্রি মিলিয়ে আগে কখনও দেখা যায়নি পর্দায়, এমনটাই দাবি নির্মাতাদের।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sun Pictures (@sunpictures)
মঙ্গলবার সান পিকচার্স এক ঘোষণামূলক ভিডিও শেয়ার করে যেখানে কলানিথি মারান, আল্লু ও অ্যাটলিকে একসঙ্গে দেখা যায়। এরপর তাঁদের দেখা যায় সোজা লস অ্যাঞ্জেলসে পা রাখতে —হলিউডের প্রথম সারির এক ভিএফএক্স সংস্থার টিমের সঙ্গে এই ছবি নিয়ে জোরদার আলোচনা করতেও দেখা যায় তাঁদের। সেখানেই আল্লু অর্জুনকে দেখা যায় একের পর এক মাস্ক ও গিয়ার ট্রাই করতে, নিজের ব্যক্তিত্বের ৩-ডি ক্যারেক্টারকে পর্দায় দেখানোর প্রক্রিয়াও পরোক্ষ করতে দেখা যায় তাঁকে। এবং সেসব করতে করতে যেন একেবারে সাই-ফাইয়ের জগতে ঢুকে পড়তে দেখা গেল তাঁকে।
এ ছবির গল্প শুনে হলিউড টিমও রীতিমতো থ! “চিত্রনাট্য পড়ে এখনও মাথা ঘুরছে,” বলেন ‘আয়রন ম্যান ২’এবং ‘ট্রান্সফর্মাস: রাইজ অফ দ্য বিটস’-এর ভিএফএক্স গুরু জেমস ম্যাডিগান! স্পেকট্রাল মোশনের আর্ট ডিরেক্টর মাইক এলিজালদের মন্তব্য – “এরকম কিছু কখনও পড়িনি। এটা আমার স্বপ্নের প্রজেক্ট।”