সংবাদসংস্থা মুম্বই: নিজেদের প্রেম থেকে বিয়ে সবটাই গোপনে সারলেও মেয়ে রাহাকে এতদিন আড়ালে রাখেননি রণবীর কাপুর ও আলিয়া ভাট। ২০২৩ সালের বড়দিনে আচমকাই মেয়েকে কোলে নিয়ে সামনে এসেছিলেন রণবীর ও আলিয়া। তারপর থেকে টুকটাক রাহার ছবিও দিতেন সমাজমাধ্যমে। কিন্তু এখন নিরাপত্তা রক্ষার জন্য মেয়ের সমস্ত ছবি সমাজমাধ্যম থেকে মুছে ফেলেছেন আলিয়া‌। 

 

গুটি গুটি পায়ে রাহা একটু বড় হতেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন তারকা দম্পতি? রাহার জন্য এবার ভাই আনতে চান রণবীর-আলিয়া! নামও নাকি ঠিক করা আছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই গোপন কথা ফাঁস করলেন আলিয়া।

 


আলিয়ার কথায়, "আমি আর রণবীর যখন মা-বাবা হিসেবে খুবই উচ্ছ্বসিত ছিলাম। সেই সময় পরিবারের সদস্যদের আমাদের হবু সন্তানের জন্য নাম ঠিক করতে বলেছিলাম। যাতে আমরা আগে থেকেই সন্তানের নামকরণ নিয়ে প্রস্তুত থাকতে পারি। ওঁরা ছেলে-মেয়ে দু'জনের জন্যই অনেকগুলো নাম পছন্দ করেন। তার মধ্যে পুত্র সন্তানের জন্য একটা নাম আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু, সেটা এখন বলব না।' 

 


এরপর তিনি আরও বলেন, "রাহার নাম রাখেন শাশুড়িমা নীতু কাপুর। এদিকে, আমি যেহেতু ছেলের জন্য একটা নাম পছন্দ করেছিলাম তাই উনি বলেছিলেন ভবিষ্যতে যদি কখনও পুত্র সন্তান হয় তাহলেও রাহা নামটা ওই নামের সঙ্গে বেশ ভাল মানাবে।" 

 

যদিও দ্বিতীয় সন্তানের পরিকল্পনা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি আলিয়া কিংবা রণবীর। তবে যদি ভবিষ্যতে পুত্র সন্তান কোলে আসে, তবে তার জন্য নাম এখন থেকেই ঠিক করে রেখেছেন এই তারকা জুটি।