সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ট্রেন্ড আসে যায় চোখের পলকে। কিন্তু মাঝেমধ্যেই এমন কিছু ভাইরাল ঢেউ ওঠে যা মানুষকে ছুঁয়ে যায় আবেগের গভীরে। ঠিক তেমনই এখন ইন্সটাগ্রাম আর এক্স-এ ঝড় তুলেছে গুগল জেমিনির নতুন ট্রেন্ড – “হাগ মাই ইয়ঙ্গার সেল্ফ”। একটি ছোট্ট প্রম্পট আর শৈশবের ছবি ব্যবহার করেই তৈরি হচ্ছে আদুরে পোলারয়েড-স্টাইল এডিট, যে ছবিতে দেখা যাচ্ছে বর্তমানে সময়ে দাঁড়িয়ে এক ব্যক্তি আলিঙ্গন করছে তাঁর ছোটবেলার নিজেকে!

বলিউড তারকারাও কিন্তু এই মিষ্টি ট্রেন্ডে তাল মিলিয়েছেন। আর তাঁদের মধ্যে সবার আগে যিনি সাড়া দিলেন, তিনি আর কেউ নন – আলিয়া ভাট!

সম্প্রতি, আলিয়ার একটি ফ্যান পেজ শেয়ার করেছে তাঁর শৈশব আর বর্তমানকে জুড়ে তৈরি এক অনবদ্য ছবি। দেখা যাচ্ছে, বড়ো হওয়া আলিয়া আদরে জড়িয়ে ধরেছেন ছোট্ট আলিয়াকে। ছবির ক্যাপশনে লেখা, “আমার ছোটবেলাটা এখনকার অমিকে নিয়ে ভীষণ গর্বিত হত।” আর এই ছবিই পরে শেয়ার করলেন আলিয়া নিজে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। সঙ্গে লিখলেন, “কখনও কখনও আমাদের শুধু আমাদের আট বছরের ভেতরের শিশুটিকে জড়িয়ে ধরা দরকার। ধন্যবাদ এই ছবির জন্য।”

শুধু তাই নয়, ব্যাকগ্রাউন্ডে বাজালেন টেলর সুইফটের গান 'দ্য ওয়ে আই লাভড ইউ', যেন আরও একবার এই আবেগঘন ট্রেন্ডকে নিজের মতো করে অনুমোদন দিলেন অভিনেত্রী।

এই পুরো ট্রেন্ডের নেপথ্যে রয়েছে গুগল জেমিনির এআই ইমেজ জেনারেশন টুল – ন্যানো বানানা। কয়েক সেকেন্ডেই এটি বানিয়ে ফেলছে বাস্তবের মতো পোলারয়েড ছবি, যেখানে বড়ো হয়ে ওঠা আমরা স্নেহে জড়িয়ে ধরছি আমাদের ছোট্ট সংস্করণকে। ফলে শুধু ছবিই নয়, তৈরি হচ্ছে হৃদয়ছোঁয়া মুহূর্তের কল্পনা।

আলিয়া আপাতত ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘আলফা’-র প্রস্তুতিতে। শিব রাওয়াইল পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে আছেন শর্বরী আর ববি দেওলও। ডিসেম্বর ২৫, ২০২৫-এ মুক্তি পেতে চলেছে ছবিটি, যেটি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সপ্তম অধ্যায়। শুধু তাই নয়, আলিয়ার হাতে রয়েছে সঞ্জয় লীলা বনশালির বহুল প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’, যেখানে তাঁর সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন রণবীর কাপুর আর ভিকি কৌশল। ছবিটি মুক্তি পাবে ২০২৬-এ।

এই ট্রেন্ডে আলিয়া ভাট একা নন। ইন্টারনেটে ইতিমধ্যেই দেখা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, শ্রদ্ধা কাপুর, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, করিনা কাপুর খান, ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে সুস্মিতা সেন—প্রায় প্রত্যেক তারকার ছোটবেলার সঙ্গে বর্তমানের মনোমুগ্ধকর মেলবন্ধন। যদিও তাঁরা এ নিয়ে মুখ খোলেননি।

তবে এর মধ্যেই একটা বড়ো প্রশ্নও সামনে আসছে—সেলেবদের নাম, ছবি ও এআই কনটেন্টের অপব্যবহার নিয়ে যে অভিযোগ ক্রমে বাড়ছে, সেই সময়ে এই ট্রেন্ডের জনপ্রিয়তা ঠিক কোন পথে নিয়ে যাবে বলিউডকে?