সংবাদসংস্থা মুম্বই: বলি অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি শো শুরু করেছেন। 'মাই মাম্মাজ কিচেন' শিরোনামে এই শোয়ে আলিয়ার মা সোনি রাজদানের রান্নার ভিডিও ভাগ করেন তিনি। এর আগেও বহুবার রান্নাঘরে মা-মেয়ের কেমিস্ট্রি ধরা পড়েছে।
এবার মায়ের রান্নাঘরে এক অদ্ভুত কাণ্ড করে বসলেন আলিয়া। সম্প্রতি, আলিয়ার ভাগ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে হাত পুড়েছে অভিনেত্রীর। দেখা যাচ্ছে, আপেল পাই বানাচ্ছেন সোনি। মাকে রান্না করতে দেখে ছুটে আসেন আলিয়া। বলেন, "তুমি সরো, আমি রান্নাটা করব।" মেয়ের কথা শুনে সোনি বলেন, "আমার তো মনে হয়েছিল, আমি রান্না করব, তুমি দেখবে।" আলিয়া জবাবে বলেন, "কে কে খাবে এই আপেল পাই?" সোনি জানান, বড়মেয়ে শাহিন ও নাতনি রাহার জন্যও তিনি পাঠাবেন এটি।
এই কথোপকথনের মাঝে মাইক্রোওয়েভ ওভেন থেকে আপেল পাই বের করার সময় আলিয়া হাতে ছ্যাঁকা খান। ফলে, হাত পুড়ে যায় অভিনেত্রীর। মেয়ের এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে সোনি ছুটে আসেন। আলিয়ার হাতে ঠাণ্ডা জল দেন। পরে দু'জনেই হেসে ওঠেন এই ঘটনাটি মনে করে।
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে সোনি জানিয়েছিলেন, ছোট থেকেই নাকি টিভি দেখতে ভালবাসতেন আলিয়া। দিনে একটা লম্বা সময় টিভি দেখেই কাটাতেন। মা হিসাবে কখনও বাধা দেননি সোনিও। কিন্তু নিজে মা হওয়ার পর আলিয়া তার মেয়েকে টিভি দেখা কিংবা ফোন ঘাঁটা থেকে বিরত রাখেন। রাহাকে নাকি আইপ্যাডও ছুঁতে দেন না। নাতনিকে এই ভাবে মানুষ করতে দেখে নিজে যে মা হিসাবে ভুল করেছেন সেই উপলব্ধি বার বার হয়েছে সোনির। যদিও আলিয়া মাকে আশ্বস্ত করে বলেছিলেন, "আসলে যুগের নিয়ম অনুযায়ী সব বদলে যায়। আমাদের সময় টিভি দেখাটা স্বাভাবিক ছিল। আর আমার মা কখনও বাধা না দেওয়ায় আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়েও রয়েছে।"
