সংবাদসংস্থা মুম্বই: শুধু অভিনয় নয়, পরিচালনাতেও তিনি সিদ্ধহস্ত। আগে চার-চারটি সিনেমা পরিচালনা করেছেন অজয় দেবগণ। প্রত্যেকটি ছবিতে নিজেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে এবার খানিক ভিন্ন পথেই হাঁটলেন অজয় দেবগণ। তাঁর পরিচালিত সিনেমার মুখ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই প্রথমবার অজয় পরিচালিত ছবির মুখ্যচরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই খবর ঘোষণা করে অজয় বলেন, "আমি আর অক্ষয় একসঙ্গে একটা কাজ করছি। ছবির পরিচালায় আমি এবং অক্ষয়কে দেখা যাবে মুখ্য ভূমিকায়।" গল্পটা কেমন, অ্যাকশন না কমেডি ঘরানার? সেই প্রশ্নের উত্তরে দুই তারকাই সাফ জানান,"এখনই এত বিশদে বলা যাবে না।" এর আগে 'ইউ মি অউর হাম', 'শিবায়', 'রানওয়ে ৩৪', 'ভোলা' চারটি সিনেমার পরিচালনা করেছেন অজয় দেবগণ।
সম্প্রতি রোহিত শেট্টির তারকাখচিত 'সিংহম এগেইন' ছবিতে একফ্রেমে ধরা দিয়েছেন অক্ষয় কুমার এবং অজয় দেবগণ। পর্দার এপারেও তাঁদের দারুণ বন্ধুত্ব। এদিকে, অক্ষয় কুমার বক্স অফিসে একের পর এক ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন। তার মাঝেই তাঁকে ঘিরে ছবি তৈরির ঘোষণা অজয়ের। এই প্রথমবার পরিচালক-অভিনেতার জুটি হিসাবে কতটা সফলতা পান তাঁরা এখন সেটাই দেখার।
