অক্ষয় কুমারের ২০১২ সালের হিট ছবি ‘রাউডি রাঠোর’এর সিক্যুয়েল আসতে চলেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের অনুযায়ী, বনশালী প্রোডাকশনস অবশেষে এই অ্যাকশন-কমেডি প্রজেক্টটি এগিয়ে নিয়ে যাচ্ছে। যদিও অফিসিয়াল ঘোষণা এখনও আসেনি, তবু প্রোডাকশন হাউসটি নতুন ছবির কাজ শুরু করেছে।

একটি রিপোর্টে বলা হয়েছে, সঞ্জয় লীলা বনশালীর প্রোডাকশন কোম্পানি নতুন সিনেমা নিয়ে কাজ করছে, যদিও বনশালী নিজে ‘লাভ অ্যান্ড ওয়ার’ প্রোজেক্ট নিয়ে ব্যস্ত। তবে ‘রাউডি রাঠোর ২’ নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে।

ইন্ডাস্ট্রি অন্দরের খবর, স্টুডিও চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে ছবিটিকে বড় আকারে তৈরি  এবং এটিকে একটি পূর্ণাঙ্গ ফ্র্যাঞ্চাইজিতে রূপান্তরিত করার। সূত্রের কথায়, “বনশালী প্রোডাকশনস কয়েকটি বড় প্রোজেক্টের উপর কাজ করছে, যার মধ্যে রাউডি রাঠোর ২ অন্যতম। এটি স্টুডিওর সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি এবং এর একটি শক্তিশালী প্যান-ইন্ডিয়া ফ্যানবেস রয়েছে।”

ছবির কাস্ট যদিও এখনও চূড়ান্ত করা হয়নি, তবে দর্শকরা আশা করতে পারেন যে, দ্বিতীয় কিস্তিতে একজন বড় প্যান-ইন্ডিয়া তারকা মূল ভূমিকায় থাকবেন। সূত্র জানিয়েছে, “ছবিটির ব্যাপক জনপ্রিয়তা বিবেচনা করে, নির্মাতারা একজন প্যান-ইন্ডিয়া তারকাকে কাস্ট করার পরিকল্পনা করছেন।”

২০১২ সালের অক্ষয় কুমার এবং সোনাক্ষী সিনহা অভিনীত রাউডি রাঠোর পরিচালনা করেছিলেন প্রভু দেওয়া। এটি ২০০৬ সালের তেলেগু ছবি ‘বিক্রমারকুডু’এর হিন্দি রিমেক। অ্যাকশন-কমেডিটি তখন দর্শকদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয় এবং প্রায় ২০৩.৩৯ কোটি টাকা আয় করেছিল।

অক্ষয় কুমারকে শীঘ্রই ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে দেখা যাবে। এটি ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। পূর্ববর্তী দু’টি হল ‘ওয়েলকাম’ (২০০৭) এবং ‘ওয়েলকাম ব্যাক’ (২০১৫)। ২০০৭ সালের ‘ওয়েলকাম’-এ অক্ষয়ের সঙ্গে ছিলেন ক্যাটরিনা কাইফ, পরেশ রাওয়াল, অনিল কাপুর, নানা পাটেকর এবং মালিকা শেরাওয়াতের মতো তারকারা। ছবিটি সেই সময় সুপারহিট হয়েছিল। এটি বলিউডের একটি কাল্ট কমেডি হিসেবে পরিচিত। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

গত কয়েক বছর ধরে অক্ষয়ের ছবিগুলি প্রতিক্রিয়া দর্শকদের মধ্যে মিশ্র। ২০১০-এর পর থেকে তিনি বেশ কিছু বড় বাজেটের ছবিতে কাজ করেছেন, কিন্তু বেশিরভাগই বক্স অফিসে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। ছবির গল্প  দর্শকদের তেমন আকর্ষণ করতে পারেনি। বিশেষ করে একাধিক বড় বাজেটের অ্যাকশন এবং ইতিহাস-ভিত্তিক ছবি নিয়ে দর্শকরা হতাশা প্রকাশ করেছেন। অক্ষয় যদিও তাঁর পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে কাজ করে চলেছেন। তবে শেষ কয়েক বছরে তাঁর ছবি আগের মতো ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পারছে না। সেই কারণেই কি ‘রাউডি রাঠোর’ থেকে বাদ পড়লেন তিনি? উত্তর অধরা।