বলিউডের অন্যতম ফিট অভিনেতা অক্ষয় কুমার। নিয়মিত শরীর চর্চা করেন, থাকেন কড়া ডায়েটে। তবে অক্ষয় কুমারের ফিট থাকার নেপথ্যে এসবের পাশাপাশি রয়েছে আরও এক কারণ। কী জানেন সেটা? গোমূত্র। হ্যাঁ অভিনেতা নিয়মিত গোমূত্র সেবন করেন।
অক্ষয় কুমার অতীতে জনপ্রিয় ওয়াইল্ডলাইফ অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলসের সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে যোগ দিয়েছিলেন। সেখানেই এই বলিউড তারকা তাঁর ফিট থাকার অন্যতম কারণটি ফাঁস করেছিলেন। বর্তমানে তাঁর বলা সেই কথাগুলো পুনরায় ভাইরাল হয়েছে। উঠে এসেছে নেটনাগরিকদের চর্চার কেন্দ্রবিন্দুতে। অক্ষয় কুমার যদিও বরাবরই স্বাস্থ্যকর জীবনযাপনের উপকারিতা সম্পর্কে কথা বলেছেন। তবে তিনি কেন নিয়মিত গোমূত্র খান সেই কথা এই লাইভ সেশনে ফাঁস করেছিলেন।
ঠিক কী বলেছিলেন খিলাড়ি? 'বেলবটম' ছবির শুটিং চলাকালীন অক্ষয় কুমার এবং হুমা কুরেশি বিয়ার গ্রিলসের সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভে যোগ দিয়েছিলেন। সেখানেই হুমা অভিনেতাকে জিজ্ঞেস করেন যে তিনি কীভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন হাতির বিষ্ঠা মেশানো চা পান করার জন্য? জবাবে অক্ষয় বলেন, 'আমি একেবারেই ঘাবড়ে যাইনি, চিন্তিতও ছিলাম না। আমি গোমূত্র খাই, আয়ুর্বেদিক কারণের জন্য। তাই সমস্যা হয়নি।' বলাই বাহুল্য, তাঁর মতো এমন একজন অভিনেতা এই কথা বলার পর শোরগোল পড়ে গিয়েছিল।
কিন্তু সত্যিই কি গোমূত্র সেবন করা শরীরের জন্য উপকারী? কী বলছে আয়ুর্বেদ শাস্ত্র? আয়ুর্বেদ অনুযায়ী গোমূত্র ভীষণই উপকারী। প্রায় ১০০০ বছর প্রাচীন এই বিকল্প চিকিৎসা ব্যবস্থার মতে গোমূত্রে একাধিক খনিজ উপাদান রয়েছে। নিয়মিত এটি পান করলে অপুষ্টিজনিত সমস্যা দূর হয়। কিন্তু কেন গোমূত্রে বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকে? এই বিকল্প চিকিৎসা বিজ্ঞানের মতে, গরু মাঠে চড়ে বেড়ানোর সময় বিভিন্ন ধরনের ঔষধি গুণ সম্পন্ন ঘাস, পাতা খায়। সেটারই অবশিষ্টাংশ তার মূত্রে পাওয়া যায়। বহু সময় ধরেই ভারতে গোমূত্র আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থায় ব্যবহৃত হয়ে আসছে। গর্ভবতী গরুর মূত্র সবথেকে উপকারী বলে বিশ্বাস করা হয়, কারণ তাতে নাকি বিশেষ কিছু হরমোন এবং খনিজ থাকে। আয়ুর্বেদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে গোমূত্র খেলে ডায়াবিটিস, টিউমার, পেটের সমস্যা, সহ একাধিক রোগ নিরাময় হয়।
প্রসঙ্গত, অক্ষয় কুমারকে শেষবার দর্শকরা 'জলি এলএলবি ৩' ছবিতে দেখেছেন। তাঁর সঙ্গে ছিলেন আরশাদ ওয়ার্সি, হুমা কুরেশি, প্রমুখ। এছাড়া চলতি বছরে মুক্তি পেয়েছে তাঁর আরও ক'টি ছবি, 'হাউজফুল ৫', 'কেশরী চ্যাপ্টার ২', 'কান্নাপ্পা' এবং 'স্কাইফোর্স'।
