অক্ষয় কুমারের মুখে শোনা গেল এমন এক মজার অথচ বিব্রতকর ঘটনা, যা শুনে দর্শকরা এককথায় হতবাক! সম্প্রতি ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ টক শোয়ে অতিথি উপস্থিত ছিলেন অক্ষয় কুমার ও সইফ আলি খান। সেখানেই অক্ষয় স্মৃতিচারণা করলেন তাঁর জীবনের এক অবিশ্বাস্য মুহূর্তের— যখন আন্তর্জাতিক পপ তারকা মাডোনা-র সামনে এক বলিউড তারকা গেয়ে উঠেছিলেন অদ্ভুত এক গান এবং যা শুনে প্রেক্ষাগৃহ ছেড়ে চলে গিয়েছিলেন ম্যাডোনা!

 

ঘটনাটা বহু বছর আগের। লন্ডনে আয়োজিত হয়েছিল ‘অওসাম ফোরসাম’ নামে এক গ্র্যান্ড লাইভ শো। মঞ্চে ছিলেন শাহরুখ খান, কাজল, জুহি চাওলা আর অক্ষয় কুমার— বলিউডের তুখোড় চারমূর্তি। দর্শকাসনে তখন বসে আছেন মাডোনা। সঙ্গে তাঁর স্বামী এবং সন্তান। এমন এক আন্তর্জাতিক তারকাকে সামনে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন সবাই। অক্ষয়ের কথায়,“আমরা সবাই ঠিক করেছিলাম, আজ আমাদের পারফর্ম্যান্সে যেন কোনও খুঁত না থাকে। কিন্তু তখনই এক পারফর্মার...যার নাম আমি বলব না...যায় হোক, হঠাৎ সিদ্ধান্ত নিলেন, তিনি মঞ্চ থেকেই মাডোনাকে উৎসর্গ করে একটা নতুন গান গাইবেন!”
গানটা ছিল একেবারে যাকে বলে সেই মুহূর্তে বানানো — “তোমাকে দেখতে লাগছে এক কুমারী মেয়ের মতো, তোমার মুখের হাসিটাও কোনও কুমারী মেয়ের মতো…”গান শেষ হওয়ার আগ পর্যন্ত মাডোনা সৌজন্য বজায় রেখে চুপচাপ বসেছিলেন। কিন্তু গান শেষ হওয়ার পরমুহূর্তেই একটি কথাও না বলে, নীরবে নিজের পরিবার নিয়ে ওই প্রেক্ষাগৃহ থেকেই বেরিয়ে গেলেন তিনি!

অক্ষয় বলে চললেন,“আমরা তো তখন সবাই হতবাক। কাজল, ওর মায়ের (তনুজা) সঙ্গে শো করছিলেন, তিনি তো সরাসরি গিয়ে ওই গায়ককে ভর্ৎসনা করেন। তারপর থেকে আর কোনও হলিউড তারকা আমাদের শো দেখতে আসেননি!” অবশ্য কথাশেষে  'খিলাড়ি'র মজার মন্তব্য—
“ওই ঘটনার পরই শেষ হয়ে গেল আমাদের বিদেশি দর্শকসংখ্যা!” অভিনেতা আরও জানান, ওই গানের সুর নাকি তৈরি করা হয়েছিল শাহরুখ-কাজলের জনপ্রিয় গান ‘ইয়ে কালি কালি আঁখেঁ’–র সুরে!


এই ঘটনাই আবার সামনে আনলেন অক্ষয় কুমার, কাজল-টুইঙ্কলের মজার টক শোয়ের মঞ্চে, যেখানে তাঁর সঙ্গে ছিলেন সইফ আলি খান। দু’জনেই এখন নতুন ছবিতে একসঙ্গে কাজ করছেন— নাম ‘হেওয়ান’।

এক কথায়, একসময় মাডোনার সামনে গাওয়া এক ‘অতি উৎসাহী’ গানের জন্য বলিউডের ‘অওসাম ফোরসাম’ পড়েছিল চরম অস্বস্তিতে! বহু বছর পর সেই ঘটনাই ফের প্রকাশ্যে এনে হেসে কুটোপাটি করালেন অক্ষয় কুমার।