এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছেন অক্ষয় কুমার। ‘স্কাই ফোর্স’ ও ‘কেশরী চ্যাপ্টার ২’-এ তাঁর অভিনয় যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই ‘হাউসফুল ৫’ আর ‘জলি এলএলবি ৩’-এ তাঁর কমেডির জাদুতে মাত হয়েছেন দর্শক। কিন্তু এখানেই শেষ নয়, ২০২৬ ও ২০২৭ সালের জন্যও অক্ষয়ের ঝুলিতে রয়েছে একের পর এক চোখধাঁধানো প্রজেক্ট!

 

এরই মধ্যে পরিচালক প্রিয়দর্শন-এর সঙ্গে তিনটি ছবিতে কাজ শুরু করেছেন অক্ষয়। ‘ভূত বাংলো’, ‘হেওয়ান’ ও ‘হেরা ফেরি ৩’। প্রথম দুটি মুক্তি পাবে আগামী বছর। পাশাপাশি রয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিংও। এবার শোনা যাচ্ছে, আরও এক জনপ্রিয় পরিচালকের সঙ্গে হাত মেলাচ্ছেন অক্ষয়, যাঁর সঙ্গে তাঁর পুরনো কমেডি জুটি আজও দর্শকের মনে গেঁথে আছে!

 

আরও পড়ুন: চলতি বছরে কবে মুক্তি পাচ্ছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’? অভিনব কায়দায় ঘোষণা করলেন মনোজ বাজপেয়ী!

 

সহজ কথায়,  ফের জুটি বাঁধছেন অক্ষয় কুমার ও আনিস বাজমি! বিগত কয়েকদিন ধরে জল্পনা চলছিল যে, অক্ষয় নাকি ‘রাম ঔর শ্যাম’ নামে একটি ডাবল রোল কমেডি ড্রামায় অভিনয় করবেন আনিস বাজমির পরিচালনায়। তবে এবার শোনা গেল, খবরটি নাকি সম্পূর্ণ সত্য নয়।

 

অক্ষয় ও আনিস বাজমি সত্যিই আবার একসঙ্গে কাজ করছেন, কিন্তু সেটা ‘রাম ঔর শ্যাম’ নয়। এবার তাঁরা করছেন একদম নতুন এক ফ্যামিলি কমেডি-ড্রামা, যা প্রযোজনা করবেন দক্ষিণের নামী প্রযোজক দিল রাজু, তাঁর ব্যানার শ্রী ভেঙ্কেটেশ্বর ক্রিয়েশনস–এর তলায়।

 

বর্তমানে ছবিটি রয়েছে প্রি-প্রোডাকশনের স্তরে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি ২০২৬–এ শুরু হবে এ ছবির শুটিং। ছবিতে থাকবে তারকা নায়িকার চরিত্র এবং শক্তপোক্ত সহ-অভিনেতার দল, আনিস বাজমির অন্যান্য ছবির মতোই। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির কাস্টিং প্রক্রিয়া।

 

এই আসন্ন প্রজেক্টটি হবে অক্ষয় কুমার ও আনিস বাজমির জুটির চতুর্থ ছবি। এর আগে তাঁরা একসঙ্গে কাজ করেছেন ‘ওয়েলকাম’ (২০০৭), ‘সিং ইজ কিং’ (২০০৮) এবং ‘থ্যাংক ইউ’ (২০১১)–তে। প্রায় ১৫ বছর পর এই জুটির রি-ইউনিয়নের খবরে উচ্ছ্বসিত দর্শক। বিশেষত যাঁরা ‘ওয়েলকাম’ বা ‘সিং ইজ কিং’-এর কমেডি ম্যাজিক এখনও ভুলতে পারেননি, তাঁদের জন্য এটা নিঃসন্দেহে বড় খবর।

 

আনিস বাজমির পরিচালনায় শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ভুল ভুলাইয়া ৩’ (২০২৪)।তাঁর পরবর্তী প্রজেক্ট ‘নো এন্ট্রি ২’ (যেখানে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, দিলজিত দোসাঞ্জ ও অর্জুন কাপুর) বিভিন্ন কারণে আপাতত স্থগিত রয়েছে বলে জানা গিয়েছে।