সংবাদ সংস্থা মুম্বই: ছবিপ্রেমীদের জন্য জোর খবর! তেলুগু ফ্যান্টাসি-ড্রামা ‘কান্নাপ্পা’ আসন্ন মুক্তির আগেই তীব্র চর্চার কেন্দ্রে। কারণ, এই ছবিতে দেখা যাবে একাধিক খ্যাতনামা তারকার চোখ ধাঁধানো উপস্থিতি—অক্ষয় কুমার, প্রভাস, মোহনলাল, কাজল আগরওয়াল প্রমুখ!

 

সম্প্রতি, ছবির মুখ্য অভিনেতা এবং প্রযোজক বিষ্ণু মঞ্চু একটি সাক্ষাৎকারে ছবির অন্যতম আকর্ষণ প্রভাসের অতিথি উপস্থিতি নিয়ে মুখ খুলেছেন। এক আলাপচারিতায় বিষ্ণু জানান, প্রভাস এই ছবিতে অভিনয় করছেন ‘রুদ্র’ নামে এক তপস্বীর ভূমিকায়। যদিও এটি অতিথি শিল্পীর চরিত্র, কিন্তু দর্শক প্রভাসকে শুধুই কয়েক ঝলকের মতো দেখতে পাবেন না—বরং তিনি হতে চলেছেন ছবির গুরুত্বপূর্ণ অংশ! ছবির শেষ ৫০ মিনিট জুড়ে থাকবেন প্রভাস।

 

প্রভাসের মোট স্ক্রিনটাইম নিয়ে প্রশ্ন করা হলে বিষ্ণু বলেন, “হয়তো ১৫-২০ মিনিটের থেকেও খানিক বেশি।” শুধু তাই নয়, তিনি নিশ্চিত করেছেন যে প্রভাস, বিষ্ণু এবং মোহন বাবুর চরিত্র—এই তিনজন একইসঙ্গে পর্দা ভাগ করে নেবেন! একইসঙ্গে, বিষ্ণু জানিয়েছেন যে, মোহনলালের 'কিররাটা' চরিত্রটির স্ক্রিনটাইম মাত্র ১৫ মিনিট, এবং অক্ষয় কুমারের ‘শিব’ রূপে উপস্থিতি হবে প্রায় ১০ মিনিট। উল্লেখ্য, ‘কান্নাপ্পা’ ছবির মোট দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১০ মিনিট, ফলে ছবির শেষ ভাগে প্রভাসের উপস্থিতি নিঃসন্দেহে ছবির মোক্ষম আকর্ষণ হয়ে উঠতে চলেছে।

 

‘কান্নাপ্পা’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ জুন, ২০২৫। ইতিমধ্যেই চিত্রগ্রহণ পর্ব শেষ হয়েছে, চলছে পোস্ট-প্রোডাকশনের শেষ পর্যায়ের কাজ। এই ছবির গল্প আবর্তিত হয়েছে পৌরাণিক চরিত্র কান্নাপ্পা-কে কেন্দ্র করে—যিনি একসময়ে ছিলেন চূড়ান্ত নাস্তিক, কিন্তু পরবর্তীতে নিজেকে সমর্পণ করেন ঈশ্বরবিশ্বাসের পথে এবং হয়ে ওঠেন শিবের নিবেদিত ভক্ত।

 

চরিত্রের এই আধ্যাত্মিক উত্তরণকেই উপজীব্য করে তৈরি হয়েছে এ ছবি, যেখানে আধা-ভৌতিক, রূপক এবং দর্শনচিন্তাকে একত্রে বুনে আনা হয়েছে বিশাল ক্যানভাসে।