হৃতিক রোশন, এক কথায় বলিউডের ‘গ্রিক গড’। তাঁর লুক থেকে দেহসৌষ্ঠব নজর কাড়েনি, এমন দর্শকসংখ্যা হাতে গোনা যায়। ২০০০ সালে ‘কহো না…প্যায়ার হ্যায়’ ছবির হাত ধরে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন হৃতিক। প্রথম ছবিতেই বিপুল ঝড় তুলেছিলেন বক্স অফিস থেকে শুরু করে দর্শকহৃদয়ে, আর সেই থেকেই শুরু তাঁর তারকাযাত্রা। অ্যাকশন, রোম্যান্স, থ্রিলার, পিরিয়ড ড্রামা...প্রায় প্রতিটি ঘরানার ছবিতেই নিজস্ব উপস্থিতি দেখিয়েছেন তিনি। অভিনয়, কাজের শৃঙ্খলা, নিখুঁত লুক, সব মিলিয়ে হৃতিককে আজও বলিউডের অন্যতম নির্ভরযোগ্য নাম হিসেবে মানেন ভক্তরা। সহ-অভিনেতাদের সঙ্গেও তাঁর সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। আর সেই স্বাচ্ছন্দ্যই হয়তো কারণ, যাঁরা পর্দায় ‘নো-কিসিং’ নীতি মেনে চলতেন, তাঁরাই হৃতিকের ক্ষেত্রে নিয়ম ভেঙেছিলেন। অর্থাৎ যে নায়িকারা ধনুক ভাঙা পণ করেছিলেন, পর্দায় নায়কের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খাবেন না, সেই তাঁরাই অক্লেশে হৃতিকের ঠোঁটে ঠোঁট ভিজিয়েছিলেন!
তালিকায় রয়েছেন বলিউডের দুই হেভিওয়েট অভিনেত্রীর নাম। তা, কারা সেই দুই অভিনেত্রী? এই তালিকায় রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন ও ক্যাটরিনা কইফ!
ঐশ্বর্য রাই বচ্চন, যিনি তাঁর ফিল্মি কেরিয়ারে ‘ধুম ২’র আগে পর্যন্ত পূর্ণাঙ্গ পর্দার চুম্বন দৃশ্যে অংশ নেননি, সেই তিনি-ই ‘নিষেধাজ্ঞা’ ভাঙেন ‘ধুম ২’-এ হৃতিকের সঙ্গে অভিনয়ের সময়। সেই দৃশ্যকে ঘিরে তুমুল বিতর্ক হয়, সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়, এমনকী আইনি নোটিসও পৌঁছয়! কারণ অনেকেরই মনে হয়েছিল, তাঁর ‘আইকনিক’ ইমেজের সঙ্গে এমন দৃশ্য মানানসই নয়।

অন্যদিকে, ক্যাটরিনা কইফও তাঁর কেরিয়ারের একেবারে শুরুতে চরম ‘বোল্ড’ দৃশ্যের পর খুব সচেতন সিদ্ধান্ত নেন এবং স্পষ্ট করে দেন, তিনি এ ধরনের দৃশ্যে স্বচ্ছন্দ নন। ‘নিউ ইয়র্ক’-এ জন আব্রাহামের সঙ্গে সীমিত ঘনিষ্ঠতার পর তো নাকি ছবির সইসাবুদের চুক্তিতেই তিনি যোগ করেন ‘নো-কিসিং’-এর নিয়ম। কিন্তু মাত্র দু’ বছর পরই ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-য় হৃতিকের বিপরীতে এসে সেই নিষেধাজ্ঞাও হেলায় ভাঙেন ক্যাটরিনা। বড়পর্দায় হৃতিকের ঠোঁটে তাঁর গভীর ও সপাট চুমু আজও জনতামহলে আলোচিত।

উল্লেখযোগ্য বিষয় হল, ‘ধুম ২’র পরে ঐশ্বর্য আবার পুরনো নীতিতে ফিরে গেলেও ক্যাটরিনা পরে নির্দিষ্ট কিছু ছবিতে ওই নিয়ম শিথিল করেন। যেমন, রণবীর কাপুরের সঙ্গে ‘জগ্গা জাসুস’, হৃতিকের সঙ্গে ‘ব্যাং ব্যাং’, আদিত্য রায় কাপুরের সঙ্গে ‘ফিতুর’, শাহরুখ খানের সঙ্গে ‘জব তক হ্যায় জান’ এমনকি বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’-এও ক্যাটকে দেখা গেছে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে।
সব মিলিয়ে স্পষ্ট, হৃতিক রোশনের লুকস, তাঁর সঙ্গে কাজের স্বাচ্ছন্দ্য, তাঁর প্রতি আস্থা ও পর্দার রসায়ন এমন সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই দুই তারকা-অভিনেত্রীর জীবনে।
