দীর্ঘ বিরতির পর আবারও পরিচালকের আসনে ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়। নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন তিনি, ছবির নাম ‘চোর’। এক রাতের একটি চুরির ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হবে ছবির টানটান গল্প। বাস্তবতার ছোঁয়া রাখতে শুটিং হবে কলকাতার বিভিন্ন পরিচিত পথঘাট ও লোকেশনে।
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জিতু কামাল, বিপ্লব চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা ও শঙ্কর চক্রবর্তীর মতো অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতাদের। অতীতে একাধিক সফল ছবি উপহার দেওয়া অগ্নিদেব এবারও দর্শকের প্রত্যাশা পূরণে প্রস্তুত।
অগ্নিদেবের এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তাঁর স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। তবে পর্দার সামনে। নেপথ্যে। সংলাপের ঘষামাজা এবং চিত্রনাট্য লেখার দায়িত্ব তাঁর। তিনি বলেন, “অনেক দিন পর এমন একটা ছবি তৈরি হচ্ছে যেখানে মহিলারা না, পুরুষরা প্রাধান্য পাবে। মেয়েরা থাকবেন অতিথি শিল্পী হিসাবে।” দেখা যাবে দেবলীনা কুমার, মানসী সিনহা, অঞ্জনা বসুকে।
আজকাল ডট ইন-কে সুদীপা জানান, বিপ্লব চট্টোপাধ্যায়কে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এই ছবিতে। তাঁর কথায়, “ওঁর অনেক দিনের দুঃখ, ওঁকে কেউ ছবিতে নেয় না। কিন্তু এই ছবিতে ওঁকে দারুণ একটা চরিত্রে দেখা যেতে চলেছে।”
১৯৮৭ সালে বাংলা টেলিভিশন ধারাবাহিক ‘চৌধুরী ফার্মাসিউটিক্যালস’–এর মাধ্যমে কর্মজীবন শুরু করেন চট্টোপাধ্যায়। ছোট পর্দায় কাজের মাধ্যমেই তিনি ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করেন। দীর্ঘ সময় টেলিভিশনে সক্রিয় থাকার পর তিনি চলচ্চিত্র পরিচালনার দিকে মনোনিবেশ করেন।
২০০৭ সালে তিনি পরিচালনা করেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘প্রভু নষ্ট হয়ে যায়’। ছবিটি কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয় এবং পরে কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শনের সুযোগ পায়। বিষয়বস্তুর গভীরতা ও নির্মাণশৈলীর জন্য ছবিটি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে।
এরপর ২০১২ সালে মুক্তি পায় তাঁর আলোচিত ছবি ‘চারুলতা ২০১১’। এই ছবিতে আধুনিক সমাজে বহির্বিবাহ সম্পর্কের জটিলতা ও মানসিক টানাপোড়েন তুলে ধরা হয়। সাহসী বিষয় নির্বাচন ও বাস্তবধর্মী উপস্থাপনার জন্য ছবিটি আলাদা করে নজর কাড়ে। একই বছরের নভেম্বর মাসে মুক্তি পায় তাঁর আর একটি ছবি ‘তিন কন্যা’। এই ছবিতে তিনজন নারীর ভিন্ন ভিন্ন জীবনকাহিনি ও তাঁদের সংগ্রামের গল্প পর্দায় তুলে ধরা হয়। নারী-কেন্দ্রিক এই ছবির মাধ্যমে পরিচালক সমাজের নানা স্তরের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেন। ২০১৮ সালে একটি হিন্দি ছবি করেছিলেন তিনি। এবার ফের নতুন ছবির প্রস্তুতি।
