সংবাদ সংস্থা মুম্বই: আগেই অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন বিতর্কিত ব্যবসায়ী রাজ কুন্দ্রা। ছবির নাম ছিল 'আন্ডারট্রায়াল'। এবার তিন-তিনটি পাঞ্জাবি ছবিতে দেখা যাবে শিল্পা শেঠির স্বামীকে। ইতিমধ্যে নাকি সইসাবুদের কাজও সেরে ফেলেছেন তিনি। জানা গিয়েছে, ছবি তিনটি হতে চলেছে সম্পর্কের। তবে তাতে যেমন মজা থাকবে তেমন থাকবে রোম্যান্সের ছোঁয়া। মোট কথা, হালকা চালের ছবি। রাজ্ জানিয়েছেন, তিনি নিজেও একজন পাঞ্জাবি। তাই পাঞ্জাবি ছবিতে মনপ্রাণ ঢেলে অভিনয় করতে চান তিনি। শিল্পাও কি থাকবেন এইসব ছবিতে নায়িকা কিংবা অতিথি শিল্পীর ভূমিকায়? তা অবশ্য জানা যায়নি।
প্রসঙ্গত, ২০২১ সালের জুন মাসে পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতার করা হয়েছিল শিল্পা শেঠির স্বামীকে। পর্নোগ্রাফি মামলায় রাজকেই মূল চক্রান্তকারী হিসাবে চিহ্নিত করেছিল মুম্বই পুলিশ। দু’মাস জেল খাটার পর তিনি জামিনে মুক্তি পান। গত বছর নভেম্বরে পর্নোগ্রাফিকাণ্ডে আবার মুম্বইয়ের শিল্পপতি তথা বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বাড়িতে হানা দিয়েছিল ইডি। পর্নোগ্রাফি কেলেঙ্কারির সঙ্গে যে আর্থিক তছরুপের অভিযোগ জড়িয়ে রয়েছে, তারই তদন্তে রাজের বাড়িতে শুক্রবার তল্লাশি চালানো হয়েছে। আরও আছে। গত বছরের গোড়ার দিকে পর্নোগ্রাফির পাশাপাশি বিটকয়েন দুর্নীতিতেও নাম জড়িয়েছিল রাজের। চলতি বছরের শুরুর দিকে রাজ এবং শিল্পার ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।
