সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগেই প্রভাস অভিনীত দক্ষিণী ছবি 'স্পিরিট' ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এই ছবিতে দীপিকার প্রস্থানের কারণ ছিল তার ৮ ঘণ্টা কাজ করার শর্ত। কিন্তু এই শর্তে রাজি হননি নির্মাতারা। তাই বাদ পড়েছেন অভিনেত্রী। উঠেছিল দীপিকার পারিশ্রমিক নিয়েও জল্পনা। এবার খবর আসছে 'কল্কি ২' থেকেও বাদ পড়তে চলেছেন দীপিকা।
জানা যাচ্ছে, মাতৃত্ব এবং কাজ একসঙ্গে সামাল দেওয়ার জন্য দীপিকা যেভাবে সময় বেঁধে দিচ্ছেন, তাতে নাকি নির্মাতারা বেশ অসন্তুষ্ট। আর সেই প্রেক্ষিতেই নাগ অশ্বিন পরিচালিত 'কল্কি'র সিক্যুয়েল থেকে বাদ পড়তে পারে দীপিকার চরিত্র কিংবা সেই চরিত্রের স্ক্রিন প্রেজেন্সও কমিয়ে দেওয়া হচ্ছে বলে খবর। যদিও নির্মাতারা এই বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি কিংবা তাঁদের তরফে কেউই মুখ খোলেনি। তবে 'কল্কি ২' থেকে দীপিকার ছাঁটাই হওয়ার গুঞ্জন এর আগেও শোনা গিয়েছিল। তবে এবার খবরে সিলমোহর পড়ল।
এর আগে 'স্পিরিট'-এ দীপিকার জায়গা নিয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। যেখানে দীপিকা এই ছবির জন্য ২০ কোটি পারিশ্রমিক দাবি করেছিলেন, সেখানে মাত্র ৪ কোটিতেই রাজি হয়েছেন তৃপ্তি। তবে এবার 'কল্কি'র সিক্যুয়েলে দীপিকার জায়গা কে নেয়, সেটাই দেখার। জানা যাচ্ছে, ইতিমধ্যেই অভিনেত্রী খোঁজা শুরু করেছেন নির্মাতারা। যদিও চরিত্রটিই ছবি থেকে বাদ দেওয়ার কথাও উঠছে।
